জাদুঘর ও স্মৃতি by আমিরুজ্জামান পলাশ
বর্তমান সময়ে জাদুঘর নিদর্শন সংবলিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং প্রদর্শন কেন্দ্র হিসেবে অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ। জাদুঘর ব্যক্তি, গোষ্ঠী ও জাতিগত সামগ্রিক পরিচয় এবং স্মৃতি ও ইতিহাসের মধ্যে সেতুবন্ধ তৈরি করে। সঙ্গত কারণে ওহঃবৎহধঃরড়হধষ ঈড়ঁহপরষ ড়ভ গঁংবঁসং ( ওঈঙগ) ১৯৭৭ সাল থেকে প্রতি বছর সুনিদিষ্ট বিষয়বস্তু নির্ধারণ করে
১৮ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করছে। সমাজ ও গোষ্ঠীর উন্নয়নে জাদুঘরের ভূমিকা ও গুরুত্বের বিষয় বিবেচনায় নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আন্তর্জাতিক জাদুঘর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়। ২০১১ সালের আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ওঈঙগ প্রতিপাদ্য নির্ধারণ করেছে 'জাদুঘর ও স্মৃতি'। বস্তুত জাদুঘরেই সংরক্ষিত হয় স্মৃতি। জাদুঘরে সংরক্ষিত স্মৃতি নিদর্শন প্রজন্মান্তরে বস্তুনিষ্ঠ ইতিহাসের কথা বলে। এ বছর আফ্রিকা মহাদেশের সমৃদ্ধ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করে বিশ্ব জাদুঘর দিবস উদযাপিত হচ্ছে। এ বছরের বিশ্ব জাদুঘর দিবসে আফ্রিকান ঐতিহ্যের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। একই সঙ্গে আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ববাসীকে জানাতে হবে।
বাঙালির হাজার বছরের অর্জন ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতিরাষ্ট্র নির্মাণ। দীর্ঘ লড়াই-সংগ্রামের পরিক্রমায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের লাখ লাখ বীর জনতার স্মৃতির কথা জাদুঘর দিবসে বিশ্ববাসীকে বলিষ্ঠ কণ্ঠেই জানাবার অবকাশ আমাদের রয়েছে। নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালিত হচ্ছে মে মাসেই। আমাদের সাংস্কৃতিক অর্জনের সংগ্রামে এই মহাপুরুষের প্রবন্ধ, কবিতা ও সাহিত্যকর্ম প্রেরণার উৎস হয়েছিল। প্রতিরোধ ও প্রতিবাদে রবীন্দ্রনাথের কাছে আমাদের ছুটে যেতে হয়েছে বারবার। মহাকবির অভয়বাণীকে অনুষঙ্গ করে মহামানব এসেছিলেন মুক্তির মন্ত্র নিয়ে। তিনি এসে বজ্র কণ্ঠে জানালেন, 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম'। কবিগুরুর সাহিত্য-দর্শন আর 'রাজনীতি কবির' সংগ্রাম-সাধনায় আমরা পেলাম জাতিরাষ্ট্র। আন্তর্জাতিক জাদুঘর দিবসে জাদুঘরের সংরক্ষিত স্মৃতি নিদর্শনের মাধ্যমে এই বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্য বিশ্ববাসীকে আমরা জানাতে পারি। 'জাদুঘর ও স্মৃতি' প্রতিপাদ্যের আলোকে বিশ্ববাসীকে আমরা স্মরণ করে দিতে পারি আমাদের ভাষা সংগ্রামের কথা । বিশ্বে আমরাই রক্ত দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদেরই। আন্তর্জাতিক জাদুঘর দিবসে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করব। এই মে মাসেই আমরা কাজী নজরুলের ১১২তম জন্মোৎসব পালন করছি। বিদ্রোহী নজরুলও আমাদের সংগ্রামে, আন্দোলনে এবং অর্জনে প্রেরণা জুগিয়েছেন অবিরত।
ইতিহাস থেকে প্রেরণা নিয়েই পিতৃপ্রজন্মের ত্যাগের মাধ্যমে অর্জনের স্মৃতিচারণ প্রজন্মের পর প্রজন্মকে জানাতে হবে। তবেই অতীত ও বর্তমানকে বিশেল্গষণ করে আগামীকে বিনির্মাণ করা সম্ভব হবে। এই স্মৃতিচারণ ও বিশেল্গষণ প্রক্রিয়ার মধ্যে মানুষকে সংগ্রাম করতে হয়। বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি সংগ্রাম মানুষের নিরন্তর প্রচেষ্টা আর বিকৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সমাজসচেতন জনগোষ্ঠীর প্রত্যাশা। সমকালীন ইতিহাস চর্চায় স্মৃতিনির্ভরতা একটি গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত। তাই প্রকৃত ইতিহাস চর্চায় বিস্মৃতি ভর করলেই বিকৃত হয় ইতিহাস। বিস্মৃতি আর বিকৃতির বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে স্মৃতিকে সংরক্ষণ করে প্রজন্মান্তরে বস্তুনিষ্ঠ ইতিহাসের কথা বলবে জাদুঘর। এবারের আন্তর্জাতিক জাদুঘর দিবসে এই হোক
আমাদের প্রত্যাশা।
বাঙালির হাজার বছরের অর্জন ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতিরাষ্ট্র নির্মাণ। দীর্ঘ লড়াই-সংগ্রামের পরিক্রমায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের লাখ লাখ বীর জনতার স্মৃতির কথা জাদুঘর দিবসে বিশ্ববাসীকে বলিষ্ঠ কণ্ঠেই জানাবার অবকাশ আমাদের রয়েছে। নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালিত হচ্ছে মে মাসেই। আমাদের সাংস্কৃতিক অর্জনের সংগ্রামে এই মহাপুরুষের প্রবন্ধ, কবিতা ও সাহিত্যকর্ম প্রেরণার উৎস হয়েছিল। প্রতিরোধ ও প্রতিবাদে রবীন্দ্রনাথের কাছে আমাদের ছুটে যেতে হয়েছে বারবার। মহাকবির অভয়বাণীকে অনুষঙ্গ করে মহামানব এসেছিলেন মুক্তির মন্ত্র নিয়ে। তিনি এসে বজ্র কণ্ঠে জানালেন, 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম'। কবিগুরুর সাহিত্য-দর্শন আর 'রাজনীতি কবির' সংগ্রাম-সাধনায় আমরা পেলাম জাতিরাষ্ট্র। আন্তর্জাতিক জাদুঘর দিবসে জাদুঘরের সংরক্ষিত স্মৃতি নিদর্শনের মাধ্যমে এই বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্য বিশ্ববাসীকে আমরা জানাতে পারি। 'জাদুঘর ও স্মৃতি' প্রতিপাদ্যের আলোকে বিশ্ববাসীকে আমরা স্মরণ করে দিতে পারি আমাদের ভাষা সংগ্রামের কথা । বিশ্বে আমরাই রক্ত দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদেরই। আন্তর্জাতিক জাদুঘর দিবসে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করব। এই মে মাসেই আমরা কাজী নজরুলের ১১২তম জন্মোৎসব পালন করছি। বিদ্রোহী নজরুলও আমাদের সংগ্রামে, আন্দোলনে এবং অর্জনে প্রেরণা জুগিয়েছেন অবিরত।
ইতিহাস থেকে প্রেরণা নিয়েই পিতৃপ্রজন্মের ত্যাগের মাধ্যমে অর্জনের স্মৃতিচারণ প্রজন্মের পর প্রজন্মকে জানাতে হবে। তবেই অতীত ও বর্তমানকে বিশেল্গষণ করে আগামীকে বিনির্মাণ করা সম্ভব হবে। এই স্মৃতিচারণ ও বিশেল্গষণ প্রক্রিয়ার মধ্যে মানুষকে সংগ্রাম করতে হয়। বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি সংগ্রাম মানুষের নিরন্তর প্রচেষ্টা আর বিকৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সমাজসচেতন জনগোষ্ঠীর প্রত্যাশা। সমকালীন ইতিহাস চর্চায় স্মৃতিনির্ভরতা একটি গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত। তাই প্রকৃত ইতিহাস চর্চায় বিস্মৃতি ভর করলেই বিকৃত হয় ইতিহাস। বিস্মৃতি আর বিকৃতির বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে স্মৃতিকে সংরক্ষণ করে প্রজন্মান্তরে বস্তুনিষ্ঠ ইতিহাসের কথা বলবে জাদুঘর। এবারের আন্তর্জাতিক জাদুঘর দিবসে এই হোক
আমাদের প্রত্যাশা।
No comments