অবাক চা-খোর! by সুমন্ত চক্রবর্তী

খুলনা প্রতিনিধি নাম তার মন্টু, খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের কালিপদ শীলের ভেড়া। কালিপদের আরও চারটি ভেড়া আছে। কলা-পাউরুটি দিয়ে নাশতা সারে তারা। তবে মন্টু আবার আরেক কাঠি সরেস; কিঞ্চিৎ চায়ের অভ্যাস আছে চারপেয়েটির। তেষ্টা পেলেই মনিবের দোকানে এসে চায়ের আবদার জুড়ে দেয় দু-পা তুলে।


কালিপদ শীল বললেন, ‘চা খাওয়ার সময় মন্টুকেও একটু চা দিতাম। এভাবে ওর চায়ের নেশা হয়ে গেছে। সকালে মন্টু রুটি, কলা ও চা খেয়ে অন্যদের নিয়ে মাঠে খেতে যায়। বিকেলে আবার মাঠ থেকে ফিরে এক কাপ চা খেয়ে বাড়ি ফেরে। প্রতিদিন সকাল-বিকেলে তার চা চাই-ই চাই।’

No comments

Powered by Blogger.