ডাকযোগে পাওয়া

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী বলুন তো আমি কেন লেখা পাঠালাম? উত্তর মিলে গেলে আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ডের ফটোকপি। আর উত্তর না মিললেও আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার।


সজিব তালুকদার
সাটুরিয়া, মানিকগঞ্জ
 বোঝাই যাচ্ছে, আপনার কাছে একটা ১০০ টাকার প্রাইজবন্ডের ফটোকপি আছে। নিজের লেজ কেটেছে বলে আমাদের লেজ কাটাতে চাইছেন কেন?

নাইট ডিউটি শব্দটা শুনেছেন নিশ্চয়! শব্দটি শুনেই আপনার মাথায় কিছু দৃশ্য ফুটে উঠেছে। বি.স. ভাইয়া, আরও একদল লোক আছে, যারা নাইট ডিউটি দেয়। তারা হচ্ছেন বাংলা সিনেমাওয়ালারা। প্রতিটা গানেই দেখি এরা নাইট ডিউটি দেয়। বলতে পারেন কেন?
পারভেজ
স্টেডিয়ামপাড়া, মেহেরপুর
 এরা দিনে শ্যুটিং করতে লজ্জা পায় তো, তাই মনে হয় শ্যুটিংয়ের জন্য রাতকে বেছে নেয়।

নিজের নামটা মোটেও ভালো লাগে না আমার। ভালো লাগে রস+আলো পড়তে। তাই নিজেই আমার নামটা পাল্টে ‘আলো’ ছদ্মনাম রেখেছি। কিন্তু অনেকেই বলেন, আলো ছেলের নাম নয়, মেয়েদের নাম। তাই আমারও খুব জানতে ইচ্ছে করে রস+আলো ছেলে না মেয়ে!
আলী হোসেন
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট
 রস+আলো আসলে খুবই দুষ্টু। সে যখন কোনো মেয়ের হাতে পড়ে তখন ছেলে হয়ে যায়, আবার যখন কোনো ছেলের হাতে পড়ে, তখন মেয়ে হয়ে যায়।

No comments

Powered by Blogger.