মহাকাশে অলিম্পিক গেমস by মোঃ মাজাহারুল হক
জুলাই থেকে লন্ডনে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস ২০১২ উদ্যাপন করতে মহাকাশেই অলিম্পিকের আয়োজন করেছেন খেলাপাগল মহাকাশচারীরা। তবে এটাই প্রথম নয়, ২০১০ সালের উইন্টার অলিম্পিক গেমস উদ্যাপন করতে মহাকাশে ভরশূন্য অবস্থায়ই ফিগার স্কেটিং করেছিলেন নভোচারীরা।
অলিম্পিক গেমস শুরুর ঠিক তিন দিন আগে ১৪ জুলাই মহাকাশে পৌঁছাবেন নাসার নভোচারী সুনীতা উইলিয়ামস, জাপানের আকিহিকো হোসিদে এবং রাশিয়ার ইউরি ম্যালেনচেঙ্কো। টানা চার মাস মহাকাশেই থাকবেন তাঁরা। যার কারণে এবারের লন্ডন অলিম্পিক গেমসের পুরোটাই মিস করবেন তাঁরা। তাই মহাকাশেই অলিম্পিকের আদলে একটি স্পোর্ট ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন ওই তিন নভোচারী। এ ব্যাপারে জাপানি নভোচারী আকিহিদো হোসিদে বলেন, ‘আমাদের স্পোর্টস ইভেন্টটি কি হবে তা আমরা এখনও ঠিক করিনি। আমরা এখনও নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবছি। তবে ইভেন্টটি মজার কিছু হবে, এটা নিশ্চিত।’
মোঃ মাজাহারুল হক
মোঃ মাজাহারুল হক
No comments