রায়পুরের কমিউনিটি ক্লিনিক-সরকারি অর্থ অপচয়

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় চারটি কমিউনিটি ক্লিনিকের সংস্কারকাজে দুর্নীতির অভিযোগ নিয়ে সমকালের লোকালয় পৃষ্ঠায় সংবাদ প্রকাশিত হয়েছে। রিপোর্টটি তৃণমূলে প্রাথমিক চিকিৎসাসেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ নয়ছয় করার খণ্ডচিত্র মাত্র।


এর ফলে সরকারের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পেঁৗছে দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রিপোর্টটিতে দেখা যায়, রায়পুরের চরপাতা ইউনিয়নের দুটি ও চরমোহনা ইউনিয়নের দুটি মিলে চারটি কমিউনিটি ক্লিনিকের সংস্কারের বরাদ্দকৃত অর্থের একটি অংশ ভিন্ন ভিন্ন উপায়ে ঠিকাদাররা আত্মসাৎ করেছেন বা করার আয়োজন প্রায় সম্পন্ন করে এনেছেন। চরপাতা ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চরপাতা গ্রামের কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজ নামমাত্র করেই এর জন্য বরাদ্দকৃত অর্থ তুলে নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। আবার অন্য কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজে নিম্নমানের কঙ্কর ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অথচ সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর কাজ যথেষ্ট যত্নের সঙ্গে করা উচিত ছিল। কিন্তু আমাদের এখানে ঠিকাদারদের অভিধানে যেন সততা ও নীতিনিষ্ঠতার বালাই নেই। ঠিকাদাররা লাভ করবেন, তাতে তো কারও আপত্তি করার কথা নয়। কিন্তু সাধারণ মানুষের চিকিৎসাসেবা দানকারী প্রতিষ্ঠানের সংস্কার কাজের অর্থ দুর্নীতির আশ্রয় নিয়ে আত্মসাৎ করা আর প্রকৃত ব্যবসার লাভ এককথা নয়_ সে কথা এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বিস্মৃত হন কী করে? বস্তুত এসব কাজ পেতেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে ঘাটে ঘাটে নগদ দক্ষিণা গুনতে হয়। আবার কোথাও কোথাও ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট বা দলের হোমরা-চোমরা এসব ছোটখাটো কাজও বাগিয়ে নেয়। যেহেতু কাজের বখরা দিতে হবে প্রশাসন থেকে অন্যত্র এবং যেহেতু ক্ষমতাসীন দলেরও আশীর্বাদ থাকে কারও কারও ওপর, তাই এরা কেউ কেউ কাজ না করেও অর্থ হাতিয়ে নেওয়ার মতো দুঃসাহস দেখাতে পারে। আমরা তৃণমূলে বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ সাধারণ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারী কাজগুলোকে দুর্নীতিমুক্ত করা সরকার এবং জনগণ উভয়ের স্বার্থেই প্রয়োজন বলে মনে করি। রায়পুর উপজেলার চারটি কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজের অর্থ বিভিন্নভাবে আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সরকার দুর্নীতিবাজদের কড়া বার্তা দিতে পারে।

No comments

Powered by Blogger.