আরব দেশে প্রশিক্ষণ দিচ্ছে আল-কায়েদা: যুক্তরাজ্য

‘আরব-বসন্তের’ বিপ্লবে যেসব দেশে সরকার উত্খাত হয়েছে, সেসব দেশে এখন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা আস্তানা গেড়েছে। এসব আস্তানায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পশ্চিমা উগ্রপন্থী যুবকদের। লক্ষ্য যুক্তরাজ্যে হামলা চালানো। গতকাল সোমবার লন্ডনে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর পরিচালক জেনারেল জনাথন ইভান্স এ তথ্য দিয়েছেন। রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।


প্রায় দুই বছরের মধ্যে এই প্রথম লন্ডনে জনসমক্ষে ভাষণ দেন জনাথন ইভান্স। ভাষণে যুক্তরাজ্য নাগরিকদের স্বার্থসংশ্লিষ্ট হুমকির বিষয়ে বক্তব্য দেন তিনি। ইভান্স বলেন, আজকের আরববিশ্বের কিছু কিছু জায়গা আল-কায়েদার জন্য আবার নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। যুক্তরাজ্যে কিছু জিহাদি মানসিকতার যুবক সেসব দেশে গিয়ে সোমালিয়া ও ইয়েমেনের মতো আশ্রয় নিচ্ছে। তারা জঙ্গি প্রশিক্ষণের সুযোগ খুঁজছে। এসব যুবকের কিছু ফিরে আসবে যুক্তরাজ্যে। এ সময় দেশের জন্য তারা হুমকি হয়ে দেখা দেবে।
যুক্তরাজ্যের এই গোয়েন্দা প্রধান জানান, গত শতকের নব্বইয়ের দশকে আল-কায়েদার সদস্যরা আরব দেশগুলো থেকে আফগানিস্তানে গিয়ে তাদের আস্তানা গাড়ে। এরপর আফগানিস্তানে তালেবান শাসনের পতনের পর তারা পাকিস্তানে চলে যায়। এখন তারা আরববিশ্বের বিভিন্ন দেশে সরকার উত্খাতের পর অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ডালপালা ছড়াতে শুরু করেছে।

No comments

Powered by Blogger.