অভিমানী মেঘ by হাসান শরীফ
মেঘের কোলে রোদ হাসে না
হাসি গেছে টুটে
সারা বেলা মেঘমালা
হায়নার খোঁজে ছুটে
হাসি গেছে টুটে
সারা বেলা মেঘমালা
হায়নার খোঁজে ছুটে
হারিয়ে গেছে রুনি-সাগর
রইল না তার কেউ
মেঘের বুকে তাই তো বুঝি
অভিমানের ঢেউ
মেঘের মুখে শোকের ছবি
হারিয়ে গেছে হাসি
টাপুর টুপুর বৃষ্টি যেন
চোখের জলে ভাসি
রংতুলিতে ছবি এঁকে
মেঘ খুঁজে যে হায়না
ঘুমিয়ে গেছে রুনি-সাগর
হারিয়ে গেছে বায়না।
মেঘের কোলে রোদ হাসে না
আয়না আমার কোলে
মেঘ তো আর কয় না কথা
আদো আদো বোলে।
রইল না তার কেউ
মেঘের বুকে তাই তো বুঝি
অভিমানের ঢেউ
মেঘের মুখে শোকের ছবি
হারিয়ে গেছে হাসি
টাপুর টুপুর বৃষ্টি যেন
চোখের জলে ভাসি
রংতুলিতে ছবি এঁকে
মেঘ খুঁজে যে হায়না
ঘুমিয়ে গেছে রুনি-সাগর
হারিয়ে গেছে বায়না।
মেঘের কোলে রোদ হাসে না
আয়না আমার কোলে
মেঘ তো আর কয় না কথা
আদো আদো বোলে।
No comments