ঝগড়াঝাঁটি by আশিক মুস্তাফা
ঘর পালানো মেঘ
ঝগড়া করে দেখ
একটা বলে ওরে
ঝগড়া করে দেখ
একটা বলে ওরে
কেমনে বোঝাই তোরে
ঝগড়াঝাঁটি করতে হলে
চেঁচাস না ক্যান জোরে!
আরেকটা কয়—ভাই
বলতে জোরে চাই
কিন্তু কী যে করা
কদিন থেকে ঝগড়াঝাঁটি
যাচ্ছে না তো ধরা!
ঝগড়াঝাঁটি কই হারাল
চিন্তিত খুব তারা
সঙ্গে চাঁদ আর তারা।
পুঁচকে শালিক ছানা
মেলেই নতুন ডানা
তাদের চোখে চোখ রেখে কয়—
‘ঝগলা-ঝাতি তোথায় দেল
আমাল আথে দানা।’
ঝগড়াঝাঁটি করতে হলে
চেঁচাস না ক্যান জোরে!
আরেকটা কয়—ভাই
বলতে জোরে চাই
কিন্তু কী যে করা
কদিন থেকে ঝগড়াঝাঁটি
যাচ্ছে না তো ধরা!
ঝগড়াঝাঁটি কই হারাল
চিন্তিত খুব তারা
সঙ্গে চাঁদ আর তারা।
পুঁচকে শালিক ছানা
মেলেই নতুন ডানা
তাদের চোখে চোখ রেখে কয়—
‘ঝগলা-ঝাতি তোথায় দেল
আমাল আথে দানা।’
No comments