স্বাধীনতার দাবিতে এমন প্রতিবাদ!
তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিজের শরীরে আগুন লাগিয়ে বিক্ষোভ করেছেন তিব্বতের এক নাগরিক। পুরো শরীরে আগুন লাগিয়ে তিনি চীনা শাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং স্বাধীন তিব্বতের দাবি জানান। আজ সোমবার নয়াদিল্লিতে ভারতের পার্লামেন্টের সামনে এমনটিই ঘটেছে।
আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের ভারত সফরকে কেন্দ্র করে তিব্বতিরা এ বিক্ষোভের আয়োজন করে।
তিব্বতে স্বাধীনতার দাবিতে সেখান থেকে ভারতে নির্বাসিত তিব্বতিরা ভারতের পার্লামেন্টের সামনে এই বিক্ষোভ কর্মসূচি চলাকালে হঠাত্ জাম্পাই ইয়েশি (২৭) নামের ওই বিক্ষোভকারী তাঁর সমস্ত শরীরে আগুন ধরিয়ে দৌড়াতে থাকেন। তিনি শরীরে আগুন নিয়ে প্রায় ৫০ মিটার দৌড়ান। এ সময় তিনি চীনা শাসনের বিরুদ্ধে তাঁর ক্ষোভের কথা বলতে থাকেন। নয়াদিল্লিতে এ সময় আরও শত শত বিক্ষোভকারী তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ জানান।
তিব্বতে স্বাধীনতার দাবিতে সেখান থেকে ভারতে নির্বাসিত তিব্বতিরা ভারতের পার্লামেন্টের সামনে এই বিক্ষোভ কর্মসূচি চলাকালে হঠাত্ জাম্পাই ইয়েশি (২৭) নামের ওই বিক্ষোভকারী তাঁর সমস্ত শরীরে আগুন ধরিয়ে দৌড়াতে থাকেন। তিনি শরীরে আগুন নিয়ে প্রায় ৫০ মিটার দৌড়ান। এ সময় তিনি চীনা শাসনের বিরুদ্ধে তাঁর ক্ষোভের কথা বলতে থাকেন। নয়াদিল্লিতে এ সময় আরও শত শত বিক্ষোভকারী তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ জানান।
তবে ৫০ মিটার এগোনোর পরই অন্য বিক্ষোভকারীরা তাদের সঙ্গে আনা তিব্বতের জাতীয় পতাকা দিয়ে তাঁকে জড়িয়ে ধরে আগুন নিভিয়ে ফেলেন। পরে তাঁকে নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের বেশির ভাগ স্থান পুড়ে গেছে।
বিক্ষোভের আয়োজক একজন তিব্বতি নাগরিক বলেন, চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ে ওই তিব্বতীয় এমন একটি প্রতিবাদের মাধ্যমে স্বাধীনতার দাবি জানালেন।
আজ ৬০০ জনেরও বেশি বিক্ষোভকারী বিভিন্ন প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার নিয়ে ভারতীয় পার্লামেন্টের কাছে জড়ো হন।
বেইজিংয়ের দাবি, তিব্বত চীনা সাম্রাজ্যের অংশ। অন্যদিকে তিব্বতীয়দের দাবি, হিমালয়ের এ অঞ্চলটি শত শত বছর ধরেই স্বতন্ত্র একটি দেশ।
No comments