শুধু যোগ্য অভিবাসীরাই বৃটেনের স্থায়ী নাগরিকত্ব পাবেন
বৃটেনে এখন থেকে শুধু যোগ্যতাসম্পন্ন নাগরিকরাই স্থায়ী নাগরিকত্ব পাবেন। গতকাল দেশটির অভিবাসন আইনে এ ধরনের একটি পরিবর্তন আনার ঘোষণা দেয়া হয়েছে। বৃটেনের অভিবাসন মন্ত্রী ড্যামিয়েন গ্রীন এক বিবৃতিতে দুটি প্রস্তাব উপস্থাপন করেন। ইউরোপ ছাড়া অন্য যে কোন দেশের নাগরিকদের জন্য নতুন এ আইনটি প্রযোজ্য হবে। যারা বৃটেনে ৫ বছর অবস্থান শেষে একটি সুনির্দিষ্ট অঙ্কের অর্থ উপার্জনে সক্ষম হবেন, শুধু তারাই সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি পাবেন। অন্যদিকে, বাকিদের তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হবে। এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যে অভিবাসী নাগরিকরা উন্নত জীবন-যাপনের যোগ্যতা রাখেন, তারাই বৃটেনে স্থায়ীভাবে থাকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অন্যদিকে, যাদের আয়ের সম্ভাবনা কম, তাদেরকে বৃটেনে থাকার অনুমতি দেয়া হবে না। এজন্য বৃটেন কর্তৃপক্ষ আয়ের একটি সুনির্দিষ্ট অঙ্কও উল্লেখ করেছেন। বৃটেনে ৫ বছর শেষে যাদের আয় ৩১ হাজার পাউন্ডের কম হবে তাদের নিজ নিজ দেশে ফিরতে হবে। অর্থাৎ নতুন এ অভিবাসন আইনের আওতায় বৃটেনে স্থায়ী নাগরকত্ব পাওয়ার অন্যতম পূর্বশর্ত হিসেবে এ সুনির্দিষ্ট অর্থ উপার্জনের যোগ্যতাকে বিবেচনা করা হবে।
No comments