মুসলমানদের ওপর গোপন নজরদারি করতো মার্কিন পুলিশ!
যুক্তরাষ্ট্র পুলিশের ফাঁস হয়ে যাওয়া একটি গোপন নথিতে দেখা গেছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এন ওয়াই পি ডি) গোপনে হাজার হাজার শিয়া মুসলমান ও তাদের মসজিদে নজরদারি করতো। ২০০৬ সালের মে মাসে এন ওয়াই পি ডি গোয়েন্দা সংস্থার ইরানে গোপন নজরদারির ওপর একটি প্রতিবেদন পাওয়া গেছে। এতে বলা হয়েছে, শিয়া মুসলমানদের মসজিদগুলোত পুলিশের গোপন নজরদারির মতো অভিযান বাড়ানোর প্রয়োজন রয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার মসজিদগুলোকেও এ অভিযানের তালিকায় রাখা হয়েছে। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, এন ওয়াই পি ডি তাদের নীতি বা কর্মসূচিতে কখনই ধর্মকে অন্তর্ভুক্ত করেনি। ওদিকে পুলিশ কমিশনার রেইমন্ড কেলি বলেছেন, পুলিশ সেখানেই যায়, যেখানে তদন্তের স্বার্থ তাদেরকে নিয়ে যায়। অথচ, প্রকাশিত ওই নথিতে শিয়া মসজিদে গোপন নজরদারিতে পুলিশের তদন্তের প্রকৃত স্বার্থ কি ছিল, তা প্রশ্নসাপেক্ষ। কেলির বক্তব্যের যুক্তি সেখানে খুঁজে পাওয়া দুষ্কর। এদিকে এ গোপন নথি প্রকাশের পর এন ওয়াই পি ডি’র মুসলমান সম্পর্কে দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন সংশয় তৈরি হবে। এদিকে মুসলমান সমপ্রদায়ের সমাজকর্মীরা সমপ্রতি কেলির পদত্যাগ দাবি করেছেন। মুসলমানরা যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের মাধ্যমে সেখানকার নিয়ন্ত্রণ নিতে চায়, এমন একটি ভিডিও পুলিশের দেড় হাজার কর্মকর্তাকে দেখানোর পর কেলির বিরুদ্ধে এ পদত্যাগের দাবি ওঠে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
No comments