আশরাফের চ্যালেঞ্জ-ডিসিসি নির্বাচন নব্বই দিনের মধ্যেই হবে
৯০ দিনের মধ্যে ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) নির্বাচনের ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সেই নির্বাচনে তাঁর দল বিজয়ী হবে। আর এর মধ্য দিয়েই প্রমাণিত হবে কারা সঠিক কারা বেঠিক। নির্বাচনে পরাজিত হলে সিটি করপোরেশন বিভক্তি নিয়ে বিএনপির সমালোচনা মেনে নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। তাই নির্বাচন থেকে পালিয়ে না থেকে অংশ নেওয়ার জন্য
বিএনপির প্রতি আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী। ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে ভাগ করা নিয়ে টেলিভিশনে সমালোচনায় মুখরিতদের জ্ঞানপাপী বলেও আখ্যায়িত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, 'আমি বিএনপিকে চ্যালেঞ্জ দিচ্ছি, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আসুন। নারায়ণগঞ্জের মতো শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন না।'
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আসাদুজ্জামান খান কামাল এমপি, ইলিয়াস আলী মোল্লা, জাহানারা বেগম, আসলামুল হক আসলাম, শাহিদা তারেক দীপ্তি, সানজিদা খানম ও কামাল আহমেদ মজুমদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশারফ এমপি প্রমুখ।
সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে নগরের নিজ দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ঢাকার সমস্ত থানা, ওয়ার্ড ও ইউনিয়নে জনসভা করুন। আমরা কেন্দ্রীয় নেতারা সেসব জনসভায় উপস্থিত থেকে সিটি করপোরেশন বিভক্তি নিয়ে বিএনপিসহ তথাকথিত বুদ্ধিজীবীর সমালোচনার জবাব দেব। জনসেবা জনগণের দোরগোড়ায় পেঁৗছানোর লক্ষ্যে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে।'
আশরাফ বলেন, 'অনেক জ্ঞানপাপী টেলিভিশনে বলছেন যে পৃথিবীর কোথাও সিটি করপোরেশন বিভক্ত নেই। আসলে তাঁরা বিশ্ব সম্পর্কে জানেন না। নিজের দেশ সম্পর্কেও জানেন না। লন্ডন, আমেরিকাসহ পৃথিবীর অনেক দেশে সিটি করপোরেশন বিভক্ত রয়েছে।' টেলিভিশনে সমালোচনাকারীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আমাদেন সঙ্গে বিতর্কে আসুন। না জেনে টেলিভিশনে মিথ্যার বেসাতি করবেন না।'
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা ভাগ নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 'ঢাকার প্রতি দরদ কার বেশি? ঢাকাবাসীর না ভারতে জন্মগ্রহণকারী খালেদার?' সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা জাতীয় সংসদ ঢাকাকে দুই ভাগ করেনি, প্রশাসনিক পুনর্গঠন করেছে।
সাহারা খাতুন বলেন, ঢাকাবাসীর ঢাকাকে ভাগ করা হয়নি। ভাগ করা হয়েছে সিটি করপোরেশনকে। তিনি বলেন, 'এত বড় ঢাকা শহরে একজন মেয়র সকল মানুষের সেবা নিশ্চিত করতে পারেনি_এ কারণেই সেবার মান বৃদ্ধির জন্য ঢাকা শহরকে প্রশাসনিকভাবে আমরা দুই ভাগে ভাগ করেছি।'
পালানোর সুযোগ দেওয়া হবে না_খুলনার জনসভায় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে মাহবুব-উল-আলম হানিফ বলেন, যার দুই ছেলে দুর্নীতির দায়ে বিদেশে পালিয়ে আছে তাঁর মুখে এমন কথা মানায় না।
দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, 'আমি খালেদা জিয়াকে জিজ্ঞাস করতে চাই আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের অবস্থা কী ছিল। দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলেন।' বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে তিনি বলেন, 'আপনি গতকাল যখন সংবাদ সম্মেলন করছিলেন টিআইবি জরিপের ফল তখন প্রকাশ করেছে। টিআইবির রেজাল্ট অনুসারে বাংলাদেশের দুর্নীতি কমেছে।'
No comments