কুমিল্লায় প্রধান নির্বাচন কমিশনার-নির্বাচন নিয়ে কোনো বিতর্কে জড়াবে না কমিশন
প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কেনো বিতর্কে জড়াবে না কমিশন। বর্তমান কমিশনের অধীনে এটিই শেষ নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা থাকবে। ভোটাররা যোগ্য প্রার্থীকে মেয়র হিসেবে নির্বাচিত করলে কুমিল্লার সুনাম অক্ষুণ্ন থাকবে বলেও মন্তব্য করেন সিইসি।
আজ বুধবার সকালে কুমিল্লা টাউন হলে সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওই সময়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এ নির্বাচনে জনগণের চাওয়াকে প্রতিফলিত করতে হবে। এখানে কমিশনের কেনো প্রার্থী নেই। আমরা সাংসদদেরকে এলাকায় কম যেতে অনুরোধ করছি। ভোটের আগের রাতে টাকা বিলির প্রবণতা রয়েছে। এটা ঠেকানোর জন্য পুলিশ, র্যাব ও বিজিবি ভোটের আগের রাতে টহল দেবে।’
ইভিএম সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএম একটি নির্ভুল গণনার পদ্ধতি। এখানে ভুল হওয়া বা ভোট বাতিলের কেনো সম্ভাবনা নেই। অনেকে ইভিএম নিয়ে না জেনে সমালোচনা করছেন, এটা ঠিক নয়।’
পরে সিইসি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করেন।
No comments