প্রাথমিক শিক্ষকদের অনশন ভঙ্গ
চাকরি সরকারিকরণের দাবিতে অনশনরত প্রাথমিক শিক্ষকরা আগামী ১৫ জানুয়ারির মধ্যে তাদের দাবি পূরণের আলটিমেটাম দিয়ে গতকাল মঙ্গলবার অনশন ভেঙেছেন। এ সময়ের মধ্যে সরকার দাবি পূরণ না করলে তারা ১৫ জানুয়ারি থেকে দেশের ২৪ হাজার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে লাগাতার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের মোর্চা 'বেসরকারি শিক্ষক ঐক্য
পরিষদ'-এর চেয়ারম্যান মোহাম্মদ সামসুল আলম এ ঘোষণা দেন। জাতীয়করণের দাবিতে গত বুধবার থেকে এক সপ্তাহ ধরে তারা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ, অবস্থান এবং অনশন কর্মসূচি পালন করে আসছিলেন। আন্দোলনের এক পর্যায়ে সোমবার বিকেলে এবং মঙ্গলবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে একটি শিক্ষক
প্রতিনিধি দল বৈঠক করে।
গতকাল দুপুর দেড়টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ইউনিটের মহাপরিচালক আবদুল হালিম শহীদ মিনারে এসে আগামী অর্থবছর থেকে বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ভাতা ২শ' থেকে ৭শ' এবং টিফিন ভাতা ১শ' ৫০ টাকা দেওয়ার ঘোষণা দেন। এতে শিক্ষকরা বিক্ষোভ শুরু করেন। পরে শিক্ষকদের
তোপের মুখে তারা ঘটনাস্থল থেকে চলে যান। পরে আবার এসে আন্দোলনরত শিক্ষকদের দাবি আংশিক মেনে নিয়ে শিক্ষকদের অনশন ভাঙান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ।
এ ছাড়া সোমবার সমাপনী পরীক্ষার ফল ঘোষণার সময় আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের নিয়ে কটাক্ষ করায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন এবং প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেনের পদত্যাগ দাবি করেন শিক্ষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষকদের কাছে এক ঘণ্টা সময় চান। তার অনুরোধে শিক্ষকরা তাদের আত্মাহুতির কর্মসূচি স্থগিত করেন। এরপর শহীদ মিনারে অতিরিক্ত সচিব আসেন।
'জাতীয় বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ'-এর ব্যানারে গত ২১ ডিসেম্বর থেকে শহীদ মিনারে অনশন করে আসছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
প্রতিনিধি দল বৈঠক করে।
গতকাল দুপুর দেড়টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ইউনিটের মহাপরিচালক আবদুল হালিম শহীদ মিনারে এসে আগামী অর্থবছর থেকে বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ভাতা ২শ' থেকে ৭শ' এবং টিফিন ভাতা ১শ' ৫০ টাকা দেওয়ার ঘোষণা দেন। এতে শিক্ষকরা বিক্ষোভ শুরু করেন। পরে শিক্ষকদের
তোপের মুখে তারা ঘটনাস্থল থেকে চলে যান। পরে আবার এসে আন্দোলনরত শিক্ষকদের দাবি আংশিক মেনে নিয়ে শিক্ষকদের অনশন ভাঙান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ।
এ ছাড়া সোমবার সমাপনী পরীক্ষার ফল ঘোষণার সময় আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের নিয়ে কটাক্ষ করায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন এবং প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেনের পদত্যাগ দাবি করেন শিক্ষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষকদের কাছে এক ঘণ্টা সময় চান। তার অনুরোধে শিক্ষকরা তাদের আত্মাহুতির কর্মসূচি স্থগিত করেন। এরপর শহীদ মিনারে অতিরিক্ত সচিব আসেন।
'জাতীয় বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ'-এর ব্যানারে গত ২১ ডিসেম্বর থেকে শহীদ মিনারে অনশন করে আসছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
No comments