নিউ ইয়র্কে কোটিপতিদের বাড়ির সামনে বিক্ষোভ

য়াল স্ট্রিট দখল আন্দোলনের অংশ হিসেবে কয়েক শ বিক্ষোভকারী গত মঙ্গলবার নিউ ইয়র্কে কোটিপতিদের বাড়ির সামনে অবস্থান নেয়। বোস্টন শহরে শতাধিক বিক্ষোভকারী গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয় তারা। করপোরেটবিরোধী আন্দোলনের ঢেউ যুক্তরাষ্ট্র থেকে এখন ব্রিটেনেও ছড়াচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে লন্ডন স্টক এঙ্চেঞ্জ ঘেরাওয়ের আহ্বান জানানো হয়েছে সেখানে। যুক্তরাষ্ট্রে গত ১৭ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিট দখল আন্দোলন শুরু হয়। সামাজিক বৈষম্য ও রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাবের বিরোধীরা নিউ ইয়র্কে স্টক এঙ্চেঞ্জ ঘেরাওয়ের আন্দোলন শুরু করে। ইতিমধ্যে যুক্তরাষ্টের অনেক শহরেই এ আন্দোলন ছড়িয়ে পড়েছে।


যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে বিক্ষোভের সময় বোস্টনে ১২৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বোস্টন পুলিশ বিভাগের মুখপাত্র এডি ক্রিসপিন জানান, বিক্ষোভকারীরা বেআইনিভাবে সমবেত হওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশ না মানায় তাদের অধিকাংশকে গ্রেপ্তার করা হয়। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ দাঙ্গা বাধানোর মতলবে নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়।
একই দিন নিউ ইয়র্কের আপার ইস্ট সাইড এলাকায় ধনকুবেরদের বাড়ির সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। মিডিয়া মোগল রুপার্ট মারডক, কট্টরপন্থী শিল্পপতি ডেভিড কোচ, আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানের প্রধান নির্বাহী জেমি ডিমোনসহ বিত্তশালী অনেক আবাসন শিল্পোদ্যোক্তা ও বিনিয়োগকারীর বাড়ির সামনে স্লোগান দেয় তারা। বিপুলসংখ্যক পুলিশ বিক্ষোভকারীদের নজরে রাখে। এদিকে যুক্তরাষ্ট্রের করপোরেটবিরোধী আন্দোলনের হাওয়া এবার ব্রিটেনেও লাগতে যাচ্ছে। ইন্টারনেটের সামাজিক যোগাযোগভিত্তিক ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে 'শান্তিপূর্ণভাবে' লন্ডন স্টক এঙ্চেঞ্জ ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে এ আন্দোলন শুরুর আহ্বান জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার লোক আন্দোলনে যোগ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। আন্দোলনের সমর্থক কাই ওয়ারগালা গতকাল বলেন, 'ক্রমবর্ধমান সামাজিক ও অর্থনৈতিক অবিচারের বিরুদ্ধে জনগণের আন্দোলন হবে এটি। মুনাফার ওপরে মানুষকে মূল্য দেয় এমন লোকদের সঙ্গে দাঁড়াতে চাই আমরা।' সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.