পাঞ্জাবের গভর্নরের হত্যাকারী পুলিশের মৃত্যুদণ্ড স্থগিত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক পুলিশ সদস্যের সাজা গতকাল মঙ্গলবার স্থগিত করেছেন দেশটির একটি আদালত।
গত সপ্তাহে মালিক মুমতাজ হুসেইন কাদরি নামে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ওই পুলিশের আইনজীবী সুজা-উর-রেহমান রায়ের বিরুদ্ধে আপিল করেন। ইসলামাবাদ হাইকোর্টে গতকাল ওই আপিলের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।
সুজা-উর-রেহমান বলেন, ‘আপিলের শুনানি শেষ হওয়ার আগ পর্যন্ত সন্ত্রাসবিরোধী আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন হাইকোর্ট।’
গত জানুয়ারির শুরুর দিকে ইসলামাবাদে নিজ দেহরক্ষী কাদরির গুলিতে নিহত হন পাঞ্জাবের গভর্নর সালমান তাসির। তাসিরকে হত্যা করার বিষয়টি স্বীকারও করেছেন কাদরি। কাদরি জানান, বিতর্কিত ব্লাসফেমি আইন সংস্কারের আহবান জানানোয় তিনি তাসিরকে হত্যা করেন।
গত ১ অক্টোবর পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত তাসির হত্যা মামলায় কাদরিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে রায়ের বিরুদ্ধে কাদরির সমর্থকেরা প্রকাশ্যে বিক্ষোভ শুরু করে।
গত সপ্তাহে মালিক মুমতাজ হুসেইন কাদরি নামে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ওই পুলিশের আইনজীবী সুজা-উর-রেহমান রায়ের বিরুদ্ধে আপিল করেন। ইসলামাবাদ হাইকোর্টে গতকাল ওই আপিলের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।
সুজা-উর-রেহমান বলেন, ‘আপিলের শুনানি শেষ হওয়ার আগ পর্যন্ত সন্ত্রাসবিরোধী আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন হাইকোর্ট।’
গত জানুয়ারির শুরুর দিকে ইসলামাবাদে নিজ দেহরক্ষী কাদরির গুলিতে নিহত হন পাঞ্জাবের গভর্নর সালমান তাসির। তাসিরকে হত্যা করার বিষয়টি স্বীকারও করেছেন কাদরি। কাদরি জানান, বিতর্কিত ব্লাসফেমি আইন সংস্কারের আহবান জানানোয় তিনি তাসিরকে হত্যা করেন।
গত ১ অক্টোবর পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত তাসির হত্যা মামলায় কাদরিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে রায়ের বিরুদ্ধে কাদরির সমর্থকেরা প্রকাশ্যে বিক্ষোভ শুরু করে।
No comments