চট্টগ্রামে ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয়ছাত্রের ঝুলন্ত লাশ

 ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ছাত্রাবাসে এক ছাত্রের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তাঁর নাম আজমির হোসেন (২০)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়তেন। গতকাল বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে কোনো কারণ জানা যায়নি।২০০৯-১০ শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হন আজমির। তবে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা না দেওয়ায় দ্বিতীয় বর্ষে উঠতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে না পারায় তিনি পাশের বায়েজিদ কটেজ ছাত্রাবাসে থাকতেন।


আজমির নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ শোলাকিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
আজমিরের সহপাঠী মোস্তফা বিন কালাম বলেন, আজমিরের সঙ্গে দেখা করতে সকাল ১০টার দিকে তার কক্ষে যাই। কক্ষে ঢুকেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। বিষয়টি সঙ্গে সঙ্গে অন্য শিক্ষার্থীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে। ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা জানান, আজমির মঙ্গলবার রাতের কোনো এক সময় আত্মহত্যা করে থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মইনুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করে পুলিশ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থোয়াই জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

No comments

Powered by Blogger.