'ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ছক কষেছিল ইরান'

য়াশিংটনে নিয়োজিত সৌদি আরবের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান_যুক্তরাষ্ট্র এ অভিযোগ করেছে। তবে ওই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে বলেও দাবি করছে তারা। এ ঘটনায় ইরানকে 'অত্যন্ত কঠোর হুঁশিয়ারি' পাঠানোর পাশাপাশি তাদের আরো চাপে রাখতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সৌদি আরবও দাবি করেছে, তাদের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান। এ জন্য ইরানকে 'মূল্যও' দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে তারা। তবে এসব অভিযোগ যুক্তরাষ্ট্রের 'শয়তানি ষড়যন্ত্র' বলে উল্লেখ করেছে ইরান।


যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত মঙ্গলবার অভিযোগ করে, ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবেইরকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান সরকার। মনসুর আরবাবসিয়ার (৫৬) ও গোলাম শাকুরি নামের দুই ব্যক্তিকে এ ব্যাপারে অভিযুক্ত করে তারা। ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ব্যাপারে এদের সাহায্য করে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পাশাপাশি ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসে বোমা হামলারও পরিকল্পনা হয়েছিল। মেঙ্েিকার কুখ্যাত একটি মাদক চক্রকে এ কাজের জন্য প্রায় ১৫ লাখ ডলার দেওয়া হয়। আর্জেন্টিনায় ইসরায়েলি ও সৌদি দূতাবাসেও হামলার পরিকল্পনা ছিল।
মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার অভিযোগ করেন, 'এ ষড়যন্ত্রের পরিকল্পনা, নির্দেশনা ও অর্থায়ন ইরান থেকে হয়েছে। এর মাধ্যমে প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের পাশাপাশি ইরানকেও এ ব্যাপারে জবাবদিহি করবে যুক্তরাষ্ট্র।'
আরবাবসিয়ার ও শাকুরির বিরুদ্ধে 'বিদেশি কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্র, গণবিধ্বংসী অস্ত্র প্রয়োগ-সংক্রান্ত ষড়যন্ত্র ও আন্তর্জাতিক সন্ত্রাসমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার' অভিযোগ তোলা হয়েছে। আরবাবসিয়ার ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। গত ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার ম্যানহাটানের একটি আদালতে হাজির করা হয় তাঁকে। তিনি মেঙ্েিকার মাদক চক্রের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানান মার্কিন কর্মকর্তারা। তবে আরবাবসিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। এদিকে রেভল্যুশনারি গার্ডের অধীন আল কুদস বাহিনীর সদস্য গোলাম শাকুরি পলাতক রয়েছেন। এ দুজনসহ মোট পাঁচ ইরানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে যুক্তরাষ্ট্র। অন্য তিনজনকেও কুদস বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, 'এ ধরনের কাজের ব্যাপারে ইরানকে হুঁশিয়ার করে দিতে মিত্র ও সহযোগীদের সঙ্গে আলোচনা করছি আমরা। ইরান আন্তর্জাতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে এবং এর সমাপ্তি টানা উচিত।'
সৌদি যুবরাজ ও গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান তুর্কি আল-ফয়সাল লন্ডনে তেল নিয়ে আয়োজিত এক সম্মেলনে বলেন, 'ইরান ওই পরিকল্পনা করেছিল, এ ব্যাপারে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। যেসব ইরানি এ কাজে জড়িত তাদের অবশ্যই এ জন্য চড়া মূল্য দিতে হবে। সে যেই হোক না কেন।'
তবে যুক্তরাষ্ট্রের অভিযোগকে 'অপপ্রচার' বলে অভিহিত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমান পারাস্ত এ অভিযোগকে 'আমেরিকার বানানো কমেডি শো' বলে উল্লেখ করেছেন। গত মঙ্গলবার রাতে জাতিসংঘে পাঠানো এক অভিযোগপত্রে ইরান বলে, 'ইরান প্রত্যক্ষভাবে ও অত্যন্ত কঠোরভাবে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক এ অভিযোগের সমালোচনা করছে। ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করেছে তারা।' ইরানে গত বছর কয়েকজন বিজ্ঞানীর হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তারা। সূত্র : এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.