গ্রামীণফোন বিষয়ে বিটিআরসি ও এনবিআরের বৈঠক

গ্রামীণফোনের কাছে পাওনা টাকা আদায়ের বিষয়ে গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবারও এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আবার বৈঠক হবে।বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ গত রাতে কালের কণ্ঠকে বলেন, 'গ্রামীণফোনের আর্থিক কর্মকাণ্ড নিয়ে বিটিআরসির নিয়োগ করা চার্টার্ড অ্যাকাউনট্যান্ট (সিএ) ফার্মের নিরীক্ষা প্রতিবেদনের তথ্যের বিষয়ে এনবিআরের কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।


কাল (বৃহস্পতিবার) আবারও তাঁরা বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে বসবেন।'এদিকে গতকাল বৈঠকে জিয়া আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, গ্রামীণফোনের বিরুদ্ধে আরো ১৬টি বিষয়ে নিয়ম ভঙ্গের প্রমাণ রয়েছে। ক্রমান্বয়ে তা প্রকাশ করা হবে। আপাতত ছয়টি অভিযোগ নিষ্পত্তি করতে চাইছেন তাঁরা। এনবিআরের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী গ্রামীণফোনের কাছে এনবিআরের ৮৮৭ কোটি ৫৭ লাখ টাকা পাওনা এবং ওই টাকা কিভাবে আদায় করা হবে নিয়ে আলোচনা হয়েছে। জিয়া বলেন, 'আমরা অনেক উদারতার পরিচয় দিয়েছি। আলোচনার জন্য গত মঙ্গলবারও গ্রামীণফোনকে চিঠি দেওয়া হয়েছে। নিরীক্ষা প্রতিবেদন নিয়ে তাদের অভিযোগ-আপত্তি বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনার জন্য তারা ২৪ অক্টোবরের আগে যেকোনো সময় আমাদের কাছে আসতে পারে।' মঙ্গলবার যে চিঠি দেওয়া হয়েছে সে ব্যাপারে গ্রামীণফোন কোনো উত্তর দেয়নি বলেও জানান তিনি।

No comments

Powered by Blogger.