ইরানে বোমা হামলায় এক পরমাণুবিজ্ঞানী নিহত, আহত ৩

ইরানে গতকাল সোমবার দুটি বোমা হামলায় দেশটির একজন শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানী নিহত ও অপর একজন বিজ্ঞানীসহ তিনজন আহত হয়েছেন। তেহরান এ হামলার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের দায়ী করেছে। গাড়িযোগে সস্ত্রীক কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলার শিকার হন বিজ্ঞানীরা। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিদেশি গোয়েন্দারা পরমাণুবিজ্ঞানী মজিদ শাহরিয়ারি ও ফেরেদুন আব্বাসির ওপর বোমা হামলা চালায়। দুটি পৃথক স্থানে তাঁদের ওপর বোমা হামলা চালানো হয়। হামলায় পরমাণুবিজ্ঞানী মজিদ শাহরিয়ারি নিহত ও তাঁর স্ত্রী আহত হন। এদিকে ফেরেদুন আব্বাসিসহ তাঁর স্ত্রীও আহত হন। ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, দুষ্কৃতকারীরা মোটরসাইকেল নিয়ে ওই দুই বিজ্ঞানীকে অনুসরণ করে এবং সুযোগ বুঝে তাঁদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, শাহরিয়ারি ও আব্বাসি দুজনই তেহরানের শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পরমাণু প্রকৌশল বিভাগের অধ্যাপক। তেহরানের ডেপুটি গভর্নর জানান, ব্যক্তিগত কোনো কারণে এ হামলার ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

No comments

Powered by Blogger.