ওয়েবসাইটে বিস্ফোরক তৈরির পদ্ধতি প্রকাশ করায় যুবকের কারাদণ্ড
চীনে ওয়েবসাইটে বিস্ফোরক বানানোর পদ্ধতি প্রকাশ করার দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিং নিউজ গত রোববার জানায়, অপরাধমূলক কর্মকাণ্ডের পথ বাতলে দেওয়ার দায়ে সম্প্রতি বেইজিংয়ের একটি আদালত ফেং নামের ওই যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। ২১ বছর বয়সী ওই যুবক ইন্টারনেট থেকে পেট্রল বোমাসহ ১০ ধরনের বোমা তৈরির পদ্ধতি জোগাড় করে একটি বই সংকলন করেন। পরে সেই বই একটি ওয়েবসাইটে প্রকাশ করেন।গত শনিবার দ্য বেইজিং মর্নিং পোস্ট জানায়, ফেং দুই দফায় বিস্ফোরক তৈরির দিকনির্দেশনা-সংবলিত বইটি ওয়েবসাইটে আপলোড করেন। গত বছরের নভেম্বরে তিনি বইটি প্রথম ওয়েবসাইটে দেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিং নিউজ গত রোববার জানায়, অপরাধমূলক কর্মকাণ্ডের পথ বাতলে দেওয়ার দায়ে সম্প্রতি বেইজিংয়ের একটি আদালত ফেং নামের ওই যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। ২১ বছর বয়সী ওই যুবক ইন্টারনেট থেকে পেট্রল বোমাসহ ১০ ধরনের বোমা তৈরির পদ্ধতি জোগাড় করে একটি বই সংকলন করেন। পরে সেই বই একটি ওয়েবসাইটে প্রকাশ করেন।গত শনিবার দ্য বেইজিং মর্নিং পোস্ট জানায়, ফেং দুই দফায় বিস্ফোরক তৈরির দিকনির্দেশনা-সংবলিত বইটি ওয়েবসাইটে আপলোড করেন। গত বছরের নভেম্বরে তিনি বইটি প্রথম ওয়েবসাইটে দেন।
No comments