হাজার্ডকে নিয়ে টানাটানি
ইডেন হাজার্ড বেলজিয়ামের এক বিস্ময়বালক। তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁকে পেতে প্রতিযোগিতায় নেমেছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। রিয়াল মাদ্রিদেও পৌঁছে গেছে হাজার্ডের প্রতিভার খবর। লিলের ১৯ বছর বয়সী এই প্লে-মেকারকে দলে নিতে চায় রিয়ালও। কিন্তু ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের আগ্রহই ইংলিশ ক্লাব তিনটির জন্য সতর্কবার্তা। কারণ রিয়াল মাদ্রিদের সাবেক মহাতারকা বেলজিয়ান তরুণকে দেখতে চান রিয়ালে।
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপদেষ্টা জিদান। খেলোয়াড় কেনাবেচায় পেরেজ জিদানের পরামর্শ নেন। সুতরাং জিদানের এই কথায় পরিষ্কার একটা বার্তা তো থাকেই। পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার এই ফুটবলার লিলে-মোনাকো ম্যাচে প্রথম চোখে পড়েন লিভারপুলের স্কাউটদের। ওই ম্যাচ লিলে জিতেছিল ২-১ গোলে। ওয়েবসাইট।
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপদেষ্টা জিদান। খেলোয়াড় কেনাবেচায় পেরেজ জিদানের পরামর্শ নেন। সুতরাং জিদানের এই কথায় পরিষ্কার একটা বার্তা তো থাকেই। পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার এই ফুটবলার লিলে-মোনাকো ম্যাচে প্রথম চোখে পড়েন লিভারপুলের স্কাউটদের। ওই ম্যাচ লিলে জিতেছিল ২-১ গোলে। ওয়েবসাইট।
No comments