৫ ডিসেম্বর থেকে স্পট মার্কেটে শুরু হবে স্থগিত ১৪ প্রতিষ্ঠানের লেনদেন
আগামী ৫ ডিসেম্বর থেকে স্পট মার্কেটে শুরু হবে স্থগিত হওয়া ১৪টি কোম্পানির শেয়ারের লেনদেন। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।শেয়ারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ২৩ নভেম্বর ১৩টি এবং পরদিন আরও দুটি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন স্থগিত করে ডিএসই কর্তৃপক্ষ। এক সপ্তাহ পর ১৪টি প্রতিষ্ঠানের লেনদেন শুরুর ব্যাপারে ডিএসই কর্তৃপক্ষ আজ এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।প্রতিষ্ঠানগুলো হলো: ফার্মা এইডস, সোনালি আঁশ, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, তাল্লু স্পিনিং মিলস, সিএমসি কামাল, সাফকো স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, আজিজ পাইপ, বাংলাদেশ অটোকারস, ইউনাইটেড এয়ারওয়েজ, দেশ গার্মেন্টস, ঢাকা ডাইং ও এম্বি ফার্মা।ডিএসই সূত্রে জানা যায়, শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণে ২৩ নভেম্বর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন স্থগিত করা হয়। পরদিন আরও দুটি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন স্থগিত করে কর্তৃপক্ষ।এসইসির নির্দেশনা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন স্পট মার্কেটে শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেয় ডিএসই কর্তৃপক্ষ।
No comments