জঙ্গি হামলার জন্য দুটি ইউনিট গঠনের সিদ্ধান্ত তেহরিক-ই-তালেবানের

পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বিদেশি, বিশেষত পশ্চিমা নাগরিক ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালানোর জন্য দুটি ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক গোপন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক্সপ্রেস ট্রিবিউন-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি তাদের অন্যতম দুই কমান্ডার মুজাহিদ আবু আসিম ও আবদুল গনির তত্ত্বাবধানে দুটি জঙ্গি ইউনিট গঠন করেছে। বিদেশি নাগরিক ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর হামলা চালানো হবে ওই ইউনিট দুটির মূল কাজ। এ ছাড়া তাদের তহবিল সংগ্রহ করার জন্য তারা আরেকটি আলাদা ইউনিটও গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

No comments

Powered by Blogger.