ইরাকে আল-কায়েদার হাতে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ হচ্ছে

আল-কায়েদা জঙ্গিদের হাতে নিহত ব্যক্তিদের স্মরণে একটি জাদুঘর ও স্মৃতিস্তম্ভ স্থাপন করবে ইরাক। জঙ্গিরা নিরীহ মানুষকে অপহরণ করে যে বাড়িতে নির্যাতন চালাত, সেই বাড়িতেই স্মৃতিস্তম্ভ ও একটি জাদুঘর নির্মাণের প্রস্তাব দিয়েছে দেশটির দিয়ালা প্রদেশের প্রাদেশিক কাউন্সিল। কর্মকর্তারা এ কথা জানান।
ওই বাড়িটি দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবায় অবস্থিত। ২০০৩ সালে ইরাকে যুদ্ধের সময় বাড়ির মালিকের পরিবার জর্ডান চলে যায়। জাদুঘর নির্মাণের চিন্তা ওই বাড়ির মালিকের কাছ থেকেই এসেছে। প্রশাসনিক কর্মকর্তারা জানান, জঙ্গিদের নির্যাতনের বিভিন্ন তথ্য উপাত্ত ও নির্যাতনের বিভিন্ন উপকরণ জাদুঘরে রাখা হবে। বাড়ির মালিক জানান, পরিত্যক্ত ওই বাড়িটি ভয়ংকর নির্যাতনের স্মৃতি বহন করছে।
স্থানীয় লোকজন জানান, জঙ্গিরা বিভিন্ন প্রদেশ থেকে লোক ধরে এনে এই বাড়িতে আটকে রাখত এবং তাদের ওপর নির্যাতন চালাত। ইরাকে আল-কায়েদার এটিই ছিল প্রধান আদালত ও কারাগার।

No comments

Powered by Blogger.