অন্ধ্র প্রদেশে কংগ্রেসদলীয় সাংসদের ইস্তফা নতুন দল গঠন

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে দলীয় কোন্দলের জেরে গতকাল সোমবার ক্ষমতাসীন কংগ্রেস দলের সাংসদ ওয়াই এস জগনমোহন রেড্ডি লোকসভা ও তাঁর মা বিজয়াম্মা রাজ্য বিধানসভার সদস্যপদে ইস্তফা দিয়েছেন।জগনমোহন অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির ছেলে। রাজশেখর রেড্ডি গত বছরের সেপ্টেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এরপর জগনমোহনকে মুখ্যমন্ত্রী করার দাবি জানালে কংগ্রেস তা প্রত্যাখ্যান করে। দল কে রোসাইয়াকে মুখ্যমন্ত্রী করে। পরে জগনমোহন অন্ধ্র প্রদেশের কাডাপা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।তাঁর মা বিজয়াম্মা হন বিধায়ক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর পর থেকে জগনমোহনের সঙ্গে রাজ্য কংগ্রেস নেতৃত্বের কোন্দল প্রকট হয়। এর জেরে কয়েকদিন আগে কে রোসাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। এর পরও জগনমোহনকে মুখ্যমন্ত্রী না করে বিধানসভার স্পিকার কিরণ কুমার রেড্ডিকে ওই পদ দেওয়া হয়। এ ঘটনায় জগনমোহন ব্যাপক ক্ষুব্ধ হন।জগনমোহন গতকাল সকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে খোলা চিঠি লিখে দল ছাড়ার ঘোষণা দেন এবং লোকসভার স্পিকার মীরা কুমারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন।জগনমোহন গতকাল তাঁর নির্বাচনী এলাকা কাডাপায় নতুন দল গড়ার কথা কথা ঘোষণা দেন। তাঁর নতুন দলের নাম দেওয়া হয়েছে ওয়াই এস আর কংগ্রেস।

No comments

Powered by Blogger.