ওয়ানডের নেতৃত্বেও স্যামি

কিছুদিন আগেও তাঁর গায়ে ছিল ওয়ানডে বিশেষজ্ঞের তকমা, টেস্ট দলে ছিলেন অনিয়মিত। সেই ড্যারেন স্যামি-ই এখন টেস্ট দলের অধিনায়ক, ওয়ানডের নেতৃত্ব তো তাঁরই পাওয়ার কথা। পেয়েছেনও। টেস্ট সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টিতেও অধিনায়ক থাকছেন স্যামি। দলে ফিরেছেন ওপেনার আড্রিয়ান বারাথ, কার্লটন বাফ ও ডেভন স্মিথ। প্রথম দুজন টেস্ট দলের সঙ্গে এখন শ্রীলঙ্কাতেই আছেন। গল টেস্টে অভিষিক্ত অলরাউন্ডার আন্দ্রে রাসেল সুযোগ পেয়েছেন ওয়ানডে দলেও। একদম নতুন মুখ এ বছরই ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করে যাওয়া ২৬ বছর বয়সী ব্যাটসম্যান কার্ক এডওয়ার্ডস। পোলার্ড-মিলারের মতো সীমিত ওভারের স্পেশালিস্টরা আছেন দলে, তবে উপেক্ষিতই থাকলেন অভিজ্ঞ রামনরেশ সারওয়ান। সিরিজ শুরু ৯ ডিসেম্বর। ওয়েবসাইট।
ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), আড্রিয়ান বারাথ, কার্লটন বাফ, সুলিমান বেন, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, কার্ক এডওয়ার্ডস, ক্রিস গেইল, নিকিতা মিলার, কাইরন পোলার্ড, রবি রামপল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ডেভন স্মিথ।

No comments

Powered by Blogger.