'ধরিত্রীকে বাঁচাতে কানকুনে সফল হতেই হবে' সুত্রঃ কালের কণ্ঠ

ষ্ণায়ন থেকে ধরিত্রীকে বাঁচাতে যেকোনো মূল্যে সমঝোতায় পেঁৗছতে মেঙ্েিকার কানকুনে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের অনেক প্রতিনিধি সোচ্চার আওয়াজ তুলেছেন। মেঙ্েিকার প্রেসিডেন্ট ফেলিপ কালদেরন সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রতিনিধিদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার চেয়ে মানবতার বিষয়টি মাথায় রেখে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। জাতিসংঘের জলবায়ু প্রধান ক্রিস্টিয়ানা ফিগুয়েরেস সবাইকে সতর্ক করে দিয়ে জানান, জলবায়ু পরিবর্তন বিষয়ে একটা বড় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
গত সোমবার কালদেরন বলেন, 'রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার চেয়ে বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন। আমরা যদি ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেই তবে একটা সিদ্ধান্তে আসতে আবারও ব্যর্থ হব। তা হবে আমাদের জন্য চরম ট্রাজেডি।' তিনি আরো বলেন, 'জলবায়ু পরিবর্তনের বিষয়টি আমাদের সবার জন্যই এক করুণ বাস্তব। আগামী দুই সপ্তাহ সারা বিশ্ব আপনাদের দিকে তাকিয়ে থাকবে।'
ক্রিস্টিয়ানা ফিগুয়েরেস বলেন, 'পুরো বিষয়টির মধ্যে বড় ধরনের ফাঁক রয়েছে। একমাত্র সমঝোতার মাধ্যমেই এই ফাঁক বন্ধ করা সম্ভব।'
বিশ্বনেতারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে গড়িমসি করলে এর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ইন্টারগভর্নমেন্টাল প্যানেলের (আইপিসিসিসি) চেয়ারম্যান রাজেন্দ্র পাচৌরি। তিনি বলেন, 'বায়ুমণ্ডলে কার্বন গ্যাসের নির্গমণের আধিক্যের ফলে ধরিত্রী ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বিশ্ববাসীকেই। বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের উল্লেখ করে তিনি বলেন, '২০১৫ সালের পর কার্বন নিঃসরণ আর বাড়া উচিত হবে না। এরপর আমাদের তা কমাতে হবে।'
এদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই বিশ্ব নেতাদের একটি চূড়ান্ত চুক্তিতে আসার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। আফ্রিকার দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ ব্যাপারে কাজ করার বিষয়ে অনাস্থা দিয়ে আসছে। তাঁদের বক্তব্য, উন্নত দেশগুলো তাদের অঙ্গীকার রক্ষায় যথেষ্ট আন্তরিক নয়। যুক্তরাষ্ট্র এবং চীনের ব্যাপারেও তাঁদের উদ্বেগ বাড়ছে। এ দুটি দেশও কার্বন নিঃসরণের বেঁধে দেওয়া শর্ত মানতে রাজি নয়।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বিশ্বনেতারা কার্বন নিঃসরণ কমানো এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবজনিত দুর্যোগ মোকাবিলায় একটি সমন্বিত কার্যকরী সিদ্ধান্তে আসতে ব্যর্থ হন। কে কতটুকু কার্বন নিঃসরণ কমাবে এবং দুর্যোগ মোকাবিলায় সাহায্য করার বিষয়ে শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। সেই ব্যর্থতার কথা মাথায় রেখেই গত সোমবার শুরু হওয়া এবারের সম্মেলন সফল করার অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্বনেতারা আলোচনায় বসেছেন। ১৯০টিরও বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি ১২ দিনব্যাপী সম্মেলনে যোগ দিয়েছেন।
================================
স্মরণ- 'চিত্রা ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি'  রাজনৈতিক আলোচনা- 'আওয়ামী লীগে মিলন ও বিচ্ছেদের নাটকখবর- উইকিলিকসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র  রাজনৈতিক আলোচনা- 'প্রগতিশীল, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সমাজের প্রত্যাশা আলোচনা- 'পায়ে পড়ি বাঘ মামা, বেঁচে থাকো'  আন্তর্জাতিক- 'পুরনো বন্ধুকে ত্যাগ করতে প্রস্তুত চীন  আমরাই পারি 'দ্বিতীয় রাজধানী' গড়তে  খবর- পুলিশি হরতাল  যুক্তি তর্ক গল্পালোচনা- 'উপদেশের খেসারত'  গল্প- 'স্বপ্নভঙ্গের ইতিবৃত্ত'  স্মরণ- 'জগদীশচন্দ্র বসুর কথা বলি'  যুক্তি তর্ক গল্পালোচনা- 'প্রধানমন্ত্রী কি হরতাল চান?  ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাজনীতির নতুমাত্রা  খবর, বিএনপি কর্মীদের দাঁড়াতে দেয়নি পুলিশ  গল্প- 'আজি ঝড়ের রাতে তোমার অভিসারে'  গল্প- 'মহামানুষের গল্প' by রাসেল আহমেদ  গল্পালোচনা- 'যেভাবে আঙুল ফুলে কলাগাছ হয়!' by আলী হবিব  জলবায়ু সম্মেলনঃ আমি কেন কানকুনে যাচ্ছি? by মেরি রবিনস  ভ্রমণ- 'মেঘনায় যায় মেঘনা রানী' by সালেক খোকন  ভ্রমণ- 'গন্তব্য নাফাখুম' by জাকারিয়া সবুজ  আলোচনা- 'এখনো একটি গ্রেট গেইম অস্বস্তিকরভাবে প্রাসঙ্গিক' by এম আবদুল আজিজ  গল্পসল্প- জীবন ঢেকে যাচ্ছে বালুতে  প্রকৃতি- কোপেনহেগেন থেকে কানকুনঃ সময় এসেছে মুহূর্তটিকে কাজে লাগানোর by জেমস এফ মরিয়ার্টি  আলোচনা- দরিদ্র মানুষের পাঁজরের ওপর দুর্দান্ত পাজেরো  বিএনপির মিছিলে পুলিশ ও সরকার সমর্থকদের পিটুন


দৈনিক কালের কণ্ঠ এর সৌজন্যে
এই আলোচনা'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.