সিআইএর বিরুদ্ধে মামলা করবেন এক পাকিস্তানি

পাকিস্তানের এক ব্যক্তি তাঁর বাড়িতে বোমা ফেলে পরিবারের সদস্যদের হত্যা করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করতে যাচ্ছেন। উত্তর ওয়াজিরিস্তানের ওই আদিবাসী নাগরিকের নাম করিম খান। তিনি বলেছেন, মামলায় লড়তে প্রয়োজনে তিনি দ্য হেগে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাবেন।করিম খান ও তাঁর আইনজীবী মির্জা শেহজাদ আকবর গতকাল সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান। করিম খান বলেন, উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় তিনি বাস করেন। তিনি ও তাঁর পরিবারের কোনো সদস্য জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত নন। অথচ ২০০৯ সালের ৩১ ডিসেম্বর মার্কিন চালকবিহীন বিমান থেকে তাঁদের বাড়ির ওপর বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় তাঁর ছেলে, তাঁর এক ভাই ও এক প্রতিবেশী নিহত হন।আইনজীবী শেহজাদ আকবর বলেন, তাঁরা পাকিস্তানের আদালতে যুক্তরাষ্ট্র ও সে দেশের গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবেন। একই সঙ্গে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করবেন। পাকিস্তানের আদালতে বিচার না পেলে তাঁরা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন।আকবর বলেন, এটা কোনো রাজনৈতিক মামলা নয়। এটা সম্পূর্ণরূপে ব্যক্তি পর্যায়ের একটি অভিযোগ।

No comments

Powered by Blogger.