ফায়ার বনাম ক্রসফায়ার by রোবায়েত ফেরদৌস
মারা
যাচ্ছেন মানুষ। একদিকে মারা যাচ্ছেন পেট্রলবোমায়, আগুনে। অন্যদিকে, মারা
যাচ্ছেন ক্রসফায়ারে। এ যেন ফায়ার বনাম ক্রসফায়ার। অনতিবিলম্বে ফায়ার ও
ক্রসফায়ার দুটিই বন্ধ করতে হবে। আর এই পরিস্থিতির উত্তরণে একটা জাতীয়
সংলাপের আয়োজন করা উচিত। এ সংলাপ শুধু আওয়ামী লীগ-বিএনপির মধ্যে হলে চলবে
না। বড় দল, ছোট দল, নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন সবাইকে নিয়ে এ জাতীয় সংলাপ
করতে হবে। আমাদের দেশটা এখন ডেভেলপমেন্টের পর্যায়ে যাচ্ছে। অনেক দূর
যাবে। এই সময়ে এই ধরনের সহিংসতা, বোমাবাজি এই ডেভেলপমেন্টের জন্য খুব
নেতিবাচক হবে। কাজেই যত দ্রুত এটি সমাধান করা যাবে ততই মঙ্গল হবে।
অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এটাকে ইংরেজিতে বলে ‘টেক অব চেঞ্জ’। টেক
অব চেঞ্জ হলো- বিমান উড্ডয়নের জন্য উপরে ওঠার সময়টা। এই সময়টাতে বিমানে
প্রচুর ফুয়েল লাগে। এই সময় যদি বিমানটা খারাপ হয় তাহলে মুখ থুবড়ে পড়বে। আর
কোনদিন উপরে উঠতে পারবে না। আমাদের ডেভেলপমেন্টটাও এখন টেক অব চেঞ্জের
স্টেজে আছে। সুতরাং জাতীয় সংলাপের আয়োজন করে এটাকে দ্রুত সমাধান করতে হবে।
ফুয়েল দিয়ে আকাশে উঠিয়ে দিতে হবে। তাহলেই উন্নয়নের এ ধারাবাহিকতা থাকবে।
নোট: প্রতিক্রিয়াটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের। তিনি টক শো উপস্থাপনা করেন, কাজ করেন আদিবাসীহ আরও নানা বিষয়ে।
নোট: প্রতিক্রিয়াটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের। তিনি টক শো উপস্থাপনা করেন, কাজ করেন আদিবাসীহ আরও নানা বিষয়ে।
No comments