চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয় থেকে ১০টি পেট্রোলবোমা উদ্ধার
চট্টগ্রাম নগরীর ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয় থেকে পেট্রলবোমা উদ্ধার করে পুলিশ : নয়া দিগন্ত |
চট্টগ্রাম
নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ ও
ছাত্রলীগের সাইনবোর্ড টাঙানো কার্যালয় থেকে ১০টি পেট্রলবোমা উদ্ধার করেছে
পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে এসব পেট্্রলবোমা উদ্ধার করে
পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। ডবলমুরিং থানার ডিউটি অফিসার আজিজ বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে সিজিএস কলোনিতে তল্লাশি চালিয়ে ১০টি পেট্রোলবোমা
উদ্ধার করা হয়। সেখানকার একটি কাবঘর থেকে সাতটি ও পুরনো একটি বাথরুম থেকে
তিনটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি খালি বোতলও পাওয়া গেছে।
পেট্্রলবোমা উদ্ধারের ঘটনায় ডবলমুরিং থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বাদি
হয়ে একটি মামলা করেছেন। স্থানীয়রা জানান, কাবঘরটি মহানগরীর ২৭ নম্বর
ওয়ার্ড আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে।
No comments