মাদক ব্যবসা নিয়ে সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলি : আহত ৫
মাদক
ব্যবসার নিয়ন্ত্রন ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে
ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষেও ঘটনায় অন্তত ৫জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন
পুকুরপাড় এলাকাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের
চিত্তরঞ্জন ও আরামবাগ এলাকাতে গত কয়েকদিন ধরেই জেলা ছাত্রলীগের সাবেক
সহ-সভাপতি সেলিম পাঠান ওরফে টুন্ডা সেলিম ও ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা
শাহজাহান সাজু গ্রুপের মধ্যে মাদক ব্যবসায় ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে
বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সোমবার রাত ৭টায় উভয় পক্ষের লোকজনের
মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয়
পক্ষের লোকজন অস্ত্র নিয়ে একে অন্যের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। প্রায়
১০ মিনিট উভয় পক্ষ কয়েক রাউন্ড গুলি ছুড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
সংঘর্ষে সেলিম পাঠান ওরফে টুন্ডা সেলিম, আনোয়ার ও লিয়নসহ অন্তত ৫জন আহত হয়।
আহতদেরকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। ৩০০
শয্যা হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হাম্মদ আলী জানান, আহতদের শরীরের
বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় আহতদেরকে
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি
(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন
পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।
No comments