তথ্য গোপন করে হেফাজত নেতা রুহী’র পাসপোর্ট নেয়ার চেষ্টা by দীন ইসলাম
নিজের
কাছে বৈধ আন্তর্জাতিক পাসপোর্ট রয়েছে। এরপরও তথ্য গোপন করে পাসপোর্ট নেয়ার
চেষ্টা করছেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা
মাইনুদ্দীন রুহী। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) তদন্তে বিষয়টি ধরা পড়েছে। এ
জন্য মাওলানা মাইনুদ্দীনকে পাসপোর্ট না দেয়ার মতামত দিয়ে বহিরাগমন ও
পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দিয়েছে স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার।
এসবি থেকে নেতিবাচক রিপোর্ট পাওয়ার কারণে সেপ্টেম্বরে পাসপোর্টের আবেদন জমা
দিয়ে এখন পর্যন্ত এমআরপি পাননি রুহী। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে,
মাওলানা মাইনুদ্দীন রুহী হেফাজতে ইসলাম ছাড়াও ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয়
কমিটির মহাসচিব ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি। তিনি গত সেপ্টেম্বরে
ঢাকাতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) চেয়ে আবেদন করেন। এরপর বিশেষ পুলিশ
সুপার (পাসপোর্ট-ভিআর) এসবি, ঢাকা-স্মারক নং- ৫২০/পিপি, তারিখ-১৮-০৯-২০১৪
এবং স্মারক নং- ৫৫৭ (২) পিপি, তারিখ- ১৩-১০-২০১৪ ইং তারিখে চট্টগ্রাম
ডিএসবি অফিসে চিঠি পাঠায়। ওই চিঠিতে আন্তর্জাতিক পাসপোর্ট আবেদনকারী
মোহাম্মদ মঈনুদ্দিন, পিতা- আমিনুল হক, মাতা- রোকেয়া বেগম, সাং-রুহুল্লাপুর,
ডাকঘর- রহিমপুর, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রামের পরিচয় ঠিক আছে কিনা
জানাতে বলা হয়। চট্টগ্রামের ডিএসবি অফিসের ডিআইও মিজান মো. ফেরদৌস তদন্ত
করেন। তদন্তে তিনি প্রার্থীর প্রকৃত নাম মোহাম্মদ মঈনুদ্দিন এর বদলে
মাওলানা মাইনুদ্দিন রুহী বলে জানতে পারেন। একই সঙ্গে আগে পাসপোর্ট থাকার
পরও তথ্য গোপন করে নতুন পাসপোর্টের আবেদন করেছেন বলে তদন্তকারী কর্মকর্তা
জানতে পারেন। চট্টগ্রাম ডিএসবি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ
নাঈমুল হাছান স্বাক্ষরিত এসবি’র বিশেষ পুলিশ সুপারের কাছে পাঠানো চিঠিতে
বলা হয়েছে, মাওলানা মাইনুদ্দিন রুহী’র নাম পরিবর্তন এবং আগের পাসপোর্টের
তথ্য গোপন করায় তাকে পাসপোর্ট না দেয়ার জন্য চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও
ভিসা অফিসে তার বিপক্ষে প্রতিবেদন পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য
উদঘাটন করে প্রতিবেদন দেয়ার জন্য হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ এবং
ডিএসবি অফিসের ডিআইও মিজান মো. ফেরদৌসকে নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট
একাধিক সূত্রে জানা গেছে, মাওলানা মাইনুদ্দীন রুহী হেফাজতে ইসলাম
বাংলাদেশের একজন প্রথম সারির নেতা। গত বছরের ৫ই মে রাজধানীতে মতিঝিলের
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
অভিযান ও পরবর্তীতে দায়ের করা প্রায় অর্ধ শতাধিক মামলার আসামি রুহী। ৫ই মে
ঢাকার শাপলা চত্বরে অবস্থানের ব্যাপারে তার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকা
পালনের অভিযোগ রয়েছে। এ কারণে সংগঠনটি তাকে ২৫ সদস্যের নীতিনির্ধারক
কমিটিতে স্থান দেননি। তবে এরই মধ্যে হেফাজতে ইসলামের সঙ্গে তার সম্পর্কের
উন্নতি হয়েছে। এ দলটির নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে নতুন পাসপোর্ট
নেয়ার আগ্রহ দেশ থেকে রুহীর পালিয়ে যাওয়ার চেষ্টা কিনা এ নিয়ে হেফাজতে
ইসলামের নীতিনির্ধারক কমিটিতে নানা সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে বলে একাধিক
সূত্রে জানা গেছে। বিষয়টি সর্ম্পকে জানতে চাইলে মাওলানা মাঈনুদ্দীন রুহী
মানবজমিনকে বলেন, সরকারের ছাড়পত্র না পাওয়ার কারণে এমআরপি পাসপোর্ট পাচ্ছি
না। সার্টিফিকেট অনুযায়ী তথ্য দিয়ে পাসপোর্টের আবেদন জমা দেই। কোন তথ্য
গোপন করিনি। তিনি বলেন, পুরনো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন করে
পাসপোর্টের আবেদন করতেই হবে।
No comments