‘৫০ লাখ পুলিশ নিয়োগ দিয়েও শেষ রক্ষা হবে না’ -মির্জা ফখরুল
৫০ লাখ পুলিশ নিয়োগ দিয়েও অগণতান্ত্রিক সরকারের শেষরক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নতুন করে ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের তালিকা করা হয়েছে। প্রতিদিনই তালিকা বাড়ছে। ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়া হচ্ছে। কিন্তু ৫০ লাখ পুলিশ নিয়োগ দিয়েও সরকারের শেষ রক্ষা হবে না। কারণ দেশের মানুষ আজ এই অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে শপথ নিয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেই ঘরে ফিরে যাবে। আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণতন্ত্র আজ শহীদ মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, স্বাধীনতার ৪৩ বছর পর শেখ মুজিব কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভোটারবিহীন নির্বাচন উপহার দিয়েছেন। যার মাধ্যমে গণতন্ত্রেও কফিনে পেরেক মেরে কবরে পাঠিয়ে দিয়েছেন। একাত্তরের মতো এবারও রক্তের বিনিময়ে ক্ষমতাসীন ও অবৈধ সরকারকে হটিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছেন জিয়াউর রহমান, আর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছেন কিন্তু ইতিহাস রচনা করেননি। বিজয় দিবসেও দেশের মানুষের কোন আনন্দ নেই। যেদিন এই অবৈধ সরকার তাদের ক্ষমতা ছেড়ে দেবে সেদিনই দেশের মানুষের আনন্দ ফিরে আসবে।
No comments