সুন্দরবনের তেল পরিষ্কারে কচুড়িপানা ও পাম্প মেশিন by রবিউল ইসলাম
সুন্দরবনের
চাঁদপাই রেঞ্জের মৃগামারী এলাকায় নিমজ্জিত তেলবাহী ট্যাংকারের ভেসে যাওয়া
তেল পরিষ্কারে সোমবার থেকে কচুড়িপানা ও পাম্প মেশিন সংযোজন করেছে বন বিভাগ ।
সুন্দরবনের নদীর কিনারে গাছ, ঘাস ও নদীর চরে লেগে থাকা তেল পরিষ্কারে
স্থানীয় এই পদ্ধতি বেশ কাজে আসবে বলে বন কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে
সুন্দরবনে তেল সংগ্রহকারীদের ক্ষতির কথা বিবেচনা করে প্রত্যেককে গ্লোভস্
দেয়া হয়েছে। রোববার রাত পর্যন্ত স্থানীয় জেলে, বাওয়ালী ও জনসাধারণের কাছ
থেকে সর্বমোট ৪০ হাজার ২শ লিটার তেল কিনেছে পদ্মা অয়েল কোম্পানি। তাছাড়া
সোমবার চতুর্থ দিনের মতো সুন্দরবন পূর্ব বিভাগের উদ্যোগে ১০০ নৌকায় দৈনিক
মজুরির ভিত্তিতে ২০০ শ্রমিক সুন্দরবনের ২১টি খালে নেমেছেন বলে চাঁদপাই
রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন জানান। অন্যদিকে
সুন্দরবনের গাছ, ঘাস ও নদীর চরে লেগে থাকা তেল অপসারণের জন্য সোমবার ভোর
থেকে ট্রলারে পাম মেশিন স্থাপন করা হয়েছে। এই পাম মেশিনের মাধ্যমে চর ও
গাছে লেগে থাকা ফার্নেস অয়েল নদীতে ভাসিয়ে দেয়া হবে। পরে সংগ্রহকারী
শ্রমিকেরা এই তেল সংগ্রহ করবে। এছাড়া কচুড়িপানা নদীর তেল শোষণ করছে বলে বন
কর্মকর্তারা ধারণা করছেন। তাই সুন্দরবনের বিভিন্ন এলাকায় ট্রলারে করে
কচুড়িপনা এনে নিক্ষেপ করা হচ্ছে বলে সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা
আমীর হোসাইন চৌধুরী জানান। এদিকে সুন্দরবনসহ আশপাশের এলাকার নদীতে বেশ
কিছু ডলফিনকে ভাসতে দেখেছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছিল তেলের কারণে
ডলফিন তাদের আশ্রয়স্থল পরিবর্তন করেছে। কিন্তু ডলফিন নিয়ে কাজ করছেন
চাঁদপাই রেঞ্জের ওয়াইল্ড লাইফ বায়োডাইভারসিটি কর্মকর্তা মেহেদী হাছান
জানান, গত দু’দিন তারা সুন্দরবনের নদীতে বেশ কিছু ডলফিন ভাসতে দেখেছেন।
উল্লেখ্য গত মঙ্গলবার ভোরে তেলবাহী ট্যাঙ্কার ‘ওটি সাউদার্ন স্টার-৭’ অপর একটি তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় সুন্দরবনে শ্যালা নদীতে নিমজ্জিত হয়। ফলে ট্যাঙ্কারটিতে থাকা সাড়ে ৩০০ মেট্রিক টন তেল সুন্দরবনসহ আশপাশের নদী ও খাল ছাড়িয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এই ঘটনায় বাংলাদেশের পরিবেশবাদীসহ দেশের সীমানা পেরিয়ে জাতিসঙ্ঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করে।
উল্লেখ্য গত মঙ্গলবার ভোরে তেলবাহী ট্যাঙ্কার ‘ওটি সাউদার্ন স্টার-৭’ অপর একটি তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় সুন্দরবনে শ্যালা নদীতে নিমজ্জিত হয়। ফলে ট্যাঙ্কারটিতে থাকা সাড়ে ৩০০ মেট্রিক টন তেল সুন্দরবনসহ আশপাশের নদী ও খাল ছাড়িয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এই ঘটনায় বাংলাদেশের পরিবেশবাদীসহ দেশের সীমানা পেরিয়ে জাতিসঙ্ঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করে।
No comments