অস্ট্রেলিয়ার সিডনিতে আতংক
অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি ক্যাফেতে অস্ত্রের মুখে কয়েকজনকে জিম্মি করেছে বন্দুকধারীরা। এতে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, মার্টিন প্লেসে লিন্ড নামের ওই ক্যাফের ভেতরে জানালার সামনে হাত তুলে দাঁড়িয়ে আছেন অন্তত তিনজন। তাদের একটি কালো পতাকা ধরে রাখতে বাধ্য করা হয়েছে, যার ওপরে সাদা হরফে আরবি লেখা দেখে এর পেছনে ইসলামিক স্টেট জঙ্গিদের জড়িত থাকার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার সকাল পৌনে ১০টার দিকে লোকজন যখন মার্টিন প্লেসে তাদের কাজের জায়গায় আসছে তখনই লিন্ড ক্যাফেতে জিম্মি সঙ্কটের খবর আসে। নিউ সাউথ ওয়েলস পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ওই ক্যাফের ভেতরে যোগাযোগ করার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকায় না যেতে এবং জানালায় উঁকি না দেয়ার পরামর্শ দিয়েছে। আশেপাশের অফিস আদালত থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর সিডনি বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা নিয়েছে সেদেশের প্রশাসন।
No comments