বার্গম্যানকে বের করে দিলেন আদালত
জামায়াত নেতা কামারুজ্জামানের আপিলের রায়
ঘোষণার সময় আদালত কক্ষে মোবাইল ফোনে কথা বলায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক ও
বৃটিশ নাগরিক ডেভিড বার্গম্যানকে বের দিয়েছেন আদালত। আজ সকালে এ ঘটনা ঘটে।
কামারুজ্জামানের আপিলের রায় ঘোষণার পর ডেভিড বার্গম্যান এজলাস কক্ষে বসে
মোবাইল ফোনে কথা বলছিলেন। বিষয়টি আদালতের দৃষ্টিতে এলে বেঞ্চের সদস্য
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী তাকে দাঁড়াতে বললে বার্গম্যান উঠে
দাঁড়ান। বিচারক তাকে উদ্দেশ্য করে বলেন, আদালতকক্ষে মোবাইল ফোন নিয়ে ঢোকাই
নিষিদ্ধ। আপনি মোবাইল ফোন নিয়ে ঢুকেছেন, আবার কথাও বলছেন। এরপর হাত দিয়ে
ইশারা করে তাকে বের হয়ে যেতে বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
বিচারাধীন মামলা নিয়ে একাধিকবার মন্তব্য প্রতিবেদন লেখায় বার্গম্যানকে
সতর্ক করে ট্রাইব্যুনাল। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের জামাতা
বার্গম্যান ইংরেজি দৈনিক নিউএজ এর বিশেষ প্রতিনিধি।
No comments