আমার বাবা ন্যায়বিচার পাননি : কামারুজ্জামানের ছেলে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি
জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামি বলেছেন, আজকে
একজন নিরপরাধ মানুষকে সাজা দেয়া হলো। একজন নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দেয়া
হলো। আমরা এ জুলুমের বিচারের ভার সর্বশক্তিমান আল্লাহর ওপর ছেড়ে দিলাম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
হাসান ইকবাল বলেন, সোহাগপুরে গণহত্যার যে অভিযোগে উনাকে (কামারুজ্জামান) মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সেই গণহত্যার সাথে আমার বাবার সংশ্লিষ্টতার প্রমাণ ইতিহাসের কোথাও নেই। ইতিহাসের কোনো বইয়ে এটি নেই। ভিক্টিমরা কখনও সাংবাদিকদের কাছে সাক্ষাৎকারে এমন কথা বলেননি। সাংবাদিকদের কোনো রিপোর্টে এই গণহত্যায় আমার বাবার সংশ্লিষ্টতার কোনো উল্লেখ নেই। তারপরও তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। আমরা পরিবারের পক্ষ থেকে মনে করি, আমার বাবা ন্যায়বিচার পাননি। আমরা ন্যায়বিচার পাইনি এবং আমরা ল’ইয়ারদের রিভিউ পিটিশন নেয়ার কথা বলেছি। তারা বলেছেন করবেন।
No comments