ঢাকায় আসার ক্লিয়ারেন্স পাননি কাতারের ধর্মমন্ত্রী
ঢাকায় আসতে চেয়েছিলেন কাতারের ধর্মমন্ত্রী
(মিনিস্টার অব আওকাফ অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স) ড. গাইত বিন মুবারক আলী
ওমরান আল কুয়ারি। একটি বিশেষ বিমানে চড়ে মাত্র দু’ঘণ্টার জন্য ঢাকায় নামার
অনুমতি চেয়ে তার তরফে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছিল। সফরটি সফল করতে হজরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুকিংসহ অন্যান্য
প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু ক্লিয়ারেন্স না পাওয়ায় তিনি নিজেই আসা থেকে
বিরত থেকেছেন। একাধিক কূটনৈতিক সূত্র তার সফর প্রস্তুতির বিষয়টি নিশ্চিত
করেছে। ওই সব সূত্রের দাবি, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক
আমীর অধ্যাপক গোলাম আযমের জানাজায় অংশ নেয়ার জন্য আসতে চেয়েছিলেন তিনি। তার
সফরের বিষয়ে দোহা ঢাকাকে যে কূটনৈতিক পত্র পাঠিয়েছে সেখানে মন্ত্রীর সফরের
উদ্দেশ্য কিংবা ঢাকায় তার কর্মসূচির কোন উল্লেখ ছিল না। তারপরও
মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর আগমনের বিষয়টি গুরুত্ব দিয়ে তার বিশেষ
বিমানটি দেশের আকাশসীমায় প্রবেশের অনুমতিসহ তাকে স্বাগত জানানোর প্রস্তুতি
শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই প্রস্তুতি স্থগিত করা হয়েছে। সূত্রের
দাবি, প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফরের ব্যস্ততার মুহূর্তে ওই কূটনৈতিক
পত্রটি ঢাকায় পৌঁছায়। তবে এর চূড়ান্ত নিষ্পত্তি হয় প্রধানমন্ত্রী দেশটিতে
সফরে যাওয়ার পর।
No comments