বাংলাদেশ-শ্রীলংকা-পারস্পরিক সহযোগিতাতেই অগ্রগতি

 ভারত মহাসাগরের দ্বীপদেশ শ্রীলংকার সঙ্গে আমাদের সম্পর্কের ইতিহাস সুদীর্ঘ। সুদূর অতীতে এ অঞ্চলের মানুষের সঙ্গে সমুদ্রপথে দেশটির বাণিজ্যিক, অর্থনৈতিক ও সামাজিক নানা যোগাযোগ ছিল। এখনও এ যোগাযোগ নানাভাবে অটুট আছে।
আঞ্চলিক সহযোগিতার জোট সার্কে প্রথম থেকেই দেশটি সক্রিয় ভূমিকা পালন করছে। প্রতিবেশী দেশ হিসেবে সহযোগিতামূলক সম্পর্কই শুধু নয়, ঐতিহাসিকভাবে একই রকম নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশ ও শ্রীলংকা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। বহুকাল যাবৎ জাতিগত বিরোধ, সংঘর্ষ ও গৃহযুদ্ধ শ্রীলংকাকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করেছে। তেমন জাতিগত বিরোধ বা গৃহযুদ্ধের মতো ভ্রাতৃঘাতী ইতিহাস আমাদের নেই। কিন্তু রক্তস্নাত যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর সে স্বাধীনতার আদর্শ বিপন্ন হয়েছে। একই রকম বিয়োগান্ত ইতিহাসের মধ্য দিয়ে শ্রীলংকাকেও যেতে হয়েছে। আমরা সামরিক শাসনের জাঁতাকলে পিষ্ট হয়েছি, সমান্তরালে শ্রীলংকা দীর্ঘকালীন জাতিগত যুদ্ধের শিকার হয়েছে। এমন গৃহযুদ্ধের সময়কালেও শ্রীলংকা যেভাবে গণতন্ত্রে আস্থাশীল থেকেছে, যেভাবে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি সাধন করেছে তা বিস্ময়কর। দক্ষিণ এশিয়ার কোনো দেশকে এত সমস্যার মধ্য দিয়ে যেতে হয়নি। কিন্তু পৃথিবীতে যেসব দেশ গৃহযুদ্ধের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে সেখানে এমন অগ্রগতির নজির নেই। ফলে প্রতিবেশী দেশ হিসেবে শ্রীলংকার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেখানে ৯২% মানুষ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, মোট জনসংখ্যার ৮৩ শতাংশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেছে। যুদ্ধবিধ্বস্ত একটি দেশে এমন অগ্রগতি অনেককেই বিস্মিত করে। অনেকেই শ্রীলংকার মডেল অনুসরণের পরামর্শ দেন। শুধু শিক্ষাই নয়_ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবহার, পর্যটন, বন্দরের আন্তর্জাতিকায়ন ইত্যাদি ক্ষেত্রেও শ্রীলংকার কাছ থেকে আমাদের শেখার আছে। একইভাবে বাংলাদেশের কাছ থেকে রকমারি পণ্য আমদানিসহ অনেক বিষয় গ্রহণ করতে পারে শ্রীলংকা। একথা সত্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নানা টানাপড়েন আছে। আঞ্চলিক সহযোগিতার বৃহত্তর ক্ষেত্র নির্মাণে এসব সমস্যা বিভিন্ন সময় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এ অঞ্চলের মানুষের বৃহত্তর স্বার্থে দ্বিপক্ষীয় সমস্যার জঞ্জাল দূর করেই আমাদের এগোতে হবে। সমস্যার বদলে দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্কের আন্তরিক বোঝাপড়াই অর্থপূর্ণ বহুপক্ষীয় সম্পর্ক তৈরি করতে পারে। আশার কথা, শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের এবারের সফরে প্রয়োজনীয় বেশকিছু বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। সন্ত্রাসবাদ দমন, খাদ্য নিরাপত্তা, জাহাজ চলাচলে সহযোগিতা, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বিনিময়ের মতো প্রয়োজনীয় বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত হয়েছে। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে আলোচিত প্রসঙ্গ এখন। সন্ত্রাসের আন্তর্জাতিকায়নের সঙ্গে সঙ্গে সন্ত্রাস দমনের আন্তর্জাতিকায়নও জরুরি হয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো এক্ষেত্রে একজোট হলে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে বলে আশা করা যায়। তবে এসব ক্ষেত্রে শুধু চুক্তি বা বোঝাপড়াই যথেষ্ট নয়_ রাজনৈতিক নেতৃত্বের সহজাত যোগাযোগের মধ্য দিয়ে চুক্তিকে বাস্তবে রূপ দিতে হবে। বাংলাদেশ ও শ্রীলংকার পারস্পরিক সহযোগিতার আরও নানা ক্ষেত্র উন্মোচিত হবে বলে আমরা আশা করি। দক্ষিণ এশিয়ার দেশ দুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে পরস্পরের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখুক সেটিই প্রত্যাশিত।
 

No comments

Powered by Blogger.