পরাগ অপহরণের ঘটনায় আটক ৬
রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জ থেকে ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে অপহরণের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
এ ব্যাপারে র্যাব দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।
আটক ব্যক্তিরা হলেন: মো. আলী রিফাত (১৯), মো. জাহিদুল হাসান (১৮), মো. কালাচাঁন (৩৫), রিজভী আহমেদ অনিক (১৮), মো. আলফাজ (১৮) ও মো. আবুল কাশেম (৩৩)।
গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার মিল এলাকায় পরাগকে ছেড়ে দেন অপহরণকারীরা। এরপর শিশুটির বাবা বিমল মণ্ডল তাকে উদ্ধার করে রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসেন।
গত রোববার সকালে স্কুলে যাওয়ার সময় কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাসার অন্তত ৫০ গজ দূরে গলির মুখে বোন পিনাকি মণ্ডলের পায়ে ও মা লিপি মণ্ডলের বুকে গুলি করে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যায় ছোট্ট পরাগকে। পরাগ সদরঘাটের হিড ইন্টারন্যাশনাল স্কুলে কেজি ওয়ানের ছাত্র।
আটক ব্যক্তিরা হলেন: মো. আলী রিফাত (১৯), মো. জাহিদুল হাসান (১৮), মো. কালাচাঁন (৩৫), রিজভী আহমেদ অনিক (১৮), মো. আলফাজ (১৮) ও মো. আবুল কাশেম (৩৩)।
গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার মিল এলাকায় পরাগকে ছেড়ে দেন অপহরণকারীরা। এরপর শিশুটির বাবা বিমল মণ্ডল তাকে উদ্ধার করে রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসেন।
গত রোববার সকালে স্কুলে যাওয়ার সময় কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাসার অন্তত ৫০ গজ দূরে গলির মুখে বোন পিনাকি মণ্ডলের পায়ে ও মা লিপি মণ্ডলের বুকে গুলি করে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যায় ছোট্ট পরাগকে। পরাগ সদরঘাটের হিড ইন্টারন্যাশনাল স্কুলে কেজি ওয়ানের ছাত্র।
No comments