দরপতনে লেনদেন চলছেই

দিনের শুরু থেকে বড় দরপতনের মধ্যে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭২ পয়েন্ট কমে ৪২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।


এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। নিম্নমুখী এই প্রবণতা এখনও অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে মোট ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৭টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৮টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দুই ঘণ্টায় ডিএসইতে ১৫৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে।
এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, যমুনা অয়েল, তিতাস গ্যাস, বিএসসিসিএল, সায়হাম টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, আরএন স্পিনিং, মালেক স্পিনিং ও আমরা টেকনোলজিস প্রভৃতি।

No comments

Powered by Blogger.