সানি র‌্যাম্পে স্টেজ মাতালেন!

পর্নস্টার সানি লিওন এবার প্রথমবারের মত র‌্যাম্প মডেল হিসেবে হাটলেন। ভারতের ডিজাইনার রহিত ভার্মার ডিজাইন করা নতুন কিছু পোশাকে স্টেজে হাটেন তিনি। এ শোতে শোস্টপার হিসেবে ছিলেন বলিউডের আরেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন।


এছাড়া অভিনেতা সনু সুড র‌্যাম্পে অংশগ্রহণ করেন। দর্শক সারিতে ছিলেন গোবিন্দ, রাখি সায়ান্ত, পূজা বেদি সহ অনেকেই। 
ফ্যাশন শোটি স্থানীয় একটি ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শুরু হয়ে চলে মধ্য রাত পর্যন্ত। সানি লিওন এ শোতে হলুদ রং এর একটা লেহেঙ্গা পড়েন, যা সবার দৃষ্টি আকর্ষণ করে।

সানির প্রথম শোতেই খাবার নিয়ে একটি ঝামেলাও হয়েছিল। শোতে বুফে খাবারের ব্যবস্থা থাকলেও অনেকেই নিরাপত্তারক্ষার কাজে নিয়োজিত কুকুর স্নিফার কারনে খাবার না খেয়েই চলে যান। কারণ ঐ কুকুর খাবারের ঘ্রাণ নিচ্ছিলো। পরে আয়োজকরা খাবার সরিয়ে অন্যত্র নিয়ে যান।

No comments

Powered by Blogger.