৫০টি ডিজিটাল প্রেক্ষাগৃহে আসছে ‘ভালোবাসার রঙ’ by কামরুজ্জামান মিলু
অনেক প্রতীক্ষার পর ৫ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাচ্ছে শাহিন-সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রটি। ছবিটি নির্মাণ করা হয়েছে বিশ্বনন্দিত অত্যাধুনিক ক্যামেরা রেড মিস্টেরিয়ামে।
এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দেশের চলচ্চিত্র শিল্পের দুঃসময়ে জোরালো পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি নিজস্ব উদ্যোগে বাংলাদেশের প্রায় ৪০০ সিনেমা হল ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ঢাকাসহ দেশের ৫০টি সিনেমা হল ডিজিটাল করার কাজ প্রায় চূড়ান্ত হয়ে গেছে।
‘ভালোবাসার রঙ’ ছবিটি ৫ অক্টোবর ওই ৫০টি হলে একসঙ্গে মুক্তি পাচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দাবি করা হয়েছে, ছবিটি হবে ঝকঝকে ও শ্রুতিমধুর। সাধারণত হলিউড এবং বলিউডে যে প্রজেকশন সিস্টেম ব্যবহার করা হয়, জাজ মাল্টিমিডিয়াও সেই টেকনোলজি ব্যবহার করবে।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দাবি করা হয়েছে, ছবিটি হবে ঝকঝকে ও শ্রুতিমধুর। সাধারণত হলিউড এবং বলিউডে যে প্রজেকশন সিস্টেম ব্যবহার করা হয়, জাজ মাল্টিমিডিয়াও সেই টেকনোলজি ব্যবহার করবে।
এছাড়া ৫ অক্টোবর থেকে ওই ৫০টি সিনেমা হল নতুনভাবে সাজিয়ে উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনতে শতভাগ চেষ্টা করবে জাজ মাল্টিমিডিয়া। দর্শকদের হলমুখি করতে আরো অনেক বড় চমক থাকবে বলেও জানিয়েছেন তারা।
‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে নতুন মুখ বাপ্পি এবং মাহির। এ নতুন জুটি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, অমিত হাসান, কাবিলা, মিজু আহমেদ, সুব্রত, জেসমিন, রেবেকাসহ আরো অনেকে।
এ চলচ্চিত্রের নায়িকা মাহি নিজের চরিত্র নিয়ে বলেন, “এখানে আমি একজন স্বচ্ছল পরিবারের মেয়ে। স্বাধীনচেতা, খেয়ালি, মায়াবী আবার কখনো জেদি। যখন যা চাই যে কোনো মূল্যে তা করতে চাই। আর বাকিটা বলতে চাই না। তবে এটুকু বলব, দর্শকরা নিরাশ হবেন না।”
একই সঙ্গে বাপ্পি বলেন, “গল্পটা প্রথমে আমার কাছে সাদামাটা মনে হয়েছিল। কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম, প্রতিটি দৃশ্যেই রয়েছে নতুনত্ব এবং টান টান উত্তেজনা। আমি আশা করছি দর্শকদের কাছে অনেক গ্রহণযোগ্যতা পাবে ছবিটি।”
‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আগুন, মিলা, ন্যান্সি, কনা, রন্টি, কিশোর ও সায়মন। আর গানগুলোর কম্পোজিশন করেছেন ইমন সাহা ও শওকত আলী ইমন। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে রেডিও টুডে এবং এটিএন বাংলা।
No comments