প্রথমারের মতো...
সিনেমায় প্রথমারের মতো ঘাগরা-চোলি পরবেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পরবর্তী সিনেমা ‘রাম লীলা’-তে এমন পোশাকে দেখা যাবে তাকে। এ সিনেমাটিতে তিনি অভিনয় করবেন উগ্র চরিত্রের এক তরুণীর ভূমিকায়।
দীপিকা সম্প্রতি ‘ককটেইল’ সিনেমায় কিছুটা উগ্র চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু তার পরও ‘রাম লীলা’ সিনেমার লীলা চরিত্রটি তার জন্য ততটা সহজ হবে না। কারণ, এ সিনেমায় তাকে আরও বেশি উগ্র হতে হবে। তবে তার জন্য সব থেকে কঠিন কাজটি হবে গুজরাটি ভাষা রপ্ত করা।
লীলা চরিত্রটিকে শেক্সপিয়ারের জুলিয়েটের গুজরাটি সংস্করণ হিসেবেই ধরা হচ্ছে। লীলা মেয়েটির মধ্যে আর পাঁচটা মেয়ের মতো ভদ্রতা বা স্থিরতা নেই। তার যখন যা ইচ্ছে করে, সে তাই বলে এবং করে। দীপিকা এর আগে কখনও এমন চরিত্রে অভিনয় করেননি। তাই এমন একটি উগ্র চরিত্রকে ফুটিয়ে তোলা তার জন্য কিছুটা কষ্টসাধ্যই হবে। চরিত্রের খাতিরে দীপিকাকে তার সহ-অভিনেতার সঙ্গে বেশকিছু রগরগে দৃশ্যেও অভিনয় করতে হবে। ইতিমধ্যে দীপিকা ভালভাবে চরিত্রটিকে বোঝার চেষ্টা করছেন।
No comments