রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা

অবশেষে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে রংপুরে জাতীয় পার্টির (জাপা) জেলা ও মহানগর কমিটি ভেঙে দেওয়া হলো। এর ফলে রংপুরে দলকে পরিচালিত করতে এখন আর কোনো কমিটিই থাকল না। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


গত বুধবার ‘রংপুর জাতীয় পার্টি: আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি হলো না’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান এক বিবৃতির মাধ্যমে কমিটি দুটি বিলুপ্তির ঘোষণা দেন। এদিকে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাপার চার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী দলের হয়ে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু এ নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেবেন না বলে বুধবার জাপা চেয়ারম্যান এক বিবৃতিতে জানিয়েছেন।
জানতে চাইলে জাতীয় পার্টির জেলা সংগঠক আবদুল মজিদ বলেন, ‘কোনো একজনের প্রতি দলের সমর্থন না থাকলে ভোটাররা বিভ্রান্ত হবেন। সেই সঙ্গে দলও ক্ষতিগ্রস্ত হবে।’
জেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা সৈয়দ নূর আহমেদ বলেন, দলের চেয়ারম্যানের ঘোষণা থাকলেও তাঁর ছবি তো (নির্বাচনী পোস্টারে) সবাই ব্যবহার করছেন। এতে দলের স্বাভাবিক কার্যক্রমে আরও ভাটা পড়বে বলে আশঙ্কা করছেন তিনি। দলকে পরিচালিত করতে কমিটির প্রয়োজনীয়তা আছে বলে মন্তব্য করেন এই নেতা।
সদ্য বিলুপ্ত মহানগর কমিটির আহ্বায়ক ও সাবেক সাংসদ মশিউর রহমান কমিটি ভেঙে দেওয়ার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘কমিটি ভেঙে দেওয়ায় আমি চেয়ারম্যান স্যারকে অভিনন্দন জানাই। তবে সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়াব না। ইতিমধ্যে কয়েক মাস ধরে এলাকায় কাজ করছি।’
দেড় মাসের আহ্বায়ক কমিটি আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে না পারায় সঙ্গত কারণেই এ কমিটি ভেঙে দেওয়া হয়েছে, এমন মন্তব্য করে জেলা কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘আমি যেহেতু উপজেলা পরিষদের চেয়ারম্যান, সেহেতু জনগণের সঙ্গে আমার যোগাযোগ বেশি। এ কারণে জনগণকে জানিয়ে দিতে পোস্টারে চেয়ারম্যানের ছবি ব্যবহার করেছি।’
সিটি করপোরেশন নির্বাচনে অপর দুই সম্ভাব্য মেয়র পদপ্রার্থী পৌরসভার সাবেক মেয়র ও সদ্য বিলুপ্ত জেলা জাপার যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুর রউফ এবং অপর সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল মাসুদ চৌধুরীও একই ধরনের মন্তব্য করেন।

No comments

Powered by Blogger.