স্বরাষ্ট্রে ম খা আলমগীর, ডাকে সাহারা
মন্ত্রিসভায় রদবদলের পর দপ্তর বণ্টন করা হয়েছে। বহু সমালোচনা ও বিতর্কের পর অবশেষে সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নবনিযুক্ত মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে।
আজ শনিবার মন্ত্রিপরিষদের সচিব প্রথম আলো ডটকমকে এ খবর জানান।
রেলপথ ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুধু যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। আর রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নবনিযুক্ত মন্ত্রী মুজিবুল হক।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল কালাম আজাদ কেবল সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন। আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাসানুল হক ইনু।
আব্দুর রাজ্জাকের ওপর ন্যস্ত হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আর দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী করা হয়েছে এ এইচ মাহমুদ আলীকে ।
এ ছাড়া রাজিউদ্দিন রাজু শ্রম মন্ত্রণালয়, খন্দকার মোশাররফ হোসেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, মোস্তফা ফারুক মোহাম্মদ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
ওমর ফারুক চৌধুরীকে শিল্প প্রতিমন্ত্রী করা হয়েছে। আর আবদুল হাইকে করা হয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।
রেলপথ ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুধু যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। আর রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নবনিযুক্ত মন্ত্রী মুজিবুল হক।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল কালাম আজাদ কেবল সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন। আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাসানুল হক ইনু।
আব্দুর রাজ্জাকের ওপর ন্যস্ত হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আর দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী করা হয়েছে এ এইচ মাহমুদ আলীকে ।
এ ছাড়া রাজিউদ্দিন রাজু শ্রম মন্ত্রণালয়, খন্দকার মোশাররফ হোসেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, মোস্তফা ফারুক মোহাম্মদ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
ওমর ফারুক চৌধুরীকে শিল্প প্রতিমন্ত্রী করা হয়েছে। আর আবদুল হাইকে করা হয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।
No comments