সহিংসতা পরিহারের আহবান পোপের
পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন, মানবজাতিকে অবশ্যই প্রতিহিংসার পথ পরিহার করতে হবে। অন্যের অপরাধকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। মধ্যপ্রাচ্যে খ্রিস্টান ও মুসলিমদের মিলেমিশে একটি সম্প্রীতিময় সমাজ গঠনেরও আহবান জানান তিনি।
যুক্তরাষ্ট্রে নির্মিত একটি চলচ্চিত্রকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য যখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে, তখনই এমন আহবান জানালেন পোপ।
তিন দিনের লেবানন সফরের দ্বিতীয় দিন গতকাল শনিবার পোপ বেনেডিক্ট বলেন, 'একমাত্র ক্ষমাশীলতার মাধ্যমেই বিশ্বের ঐক্য ও শান্তি চিরস্থায়ী হতে পারে।' রাজধানী বৈরুতে প্রেসিডেন্ট প্রাসাদে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। বলেন, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা ব্যতিরেকে টেকসই শান্তি স্থাপন অসম্ভব। 'জীবনের পবিত্রতার সঙ্গে মর্যাদার ব্যাপারটি অবিচ্ছেদ্য এবং এটি ঈশ্বরের উপহার।' পোপ বেনেডিক্ট বলেন, সহিংসতা সব সময়ই মানুষের মর্যাদাহানি করে, এতে অপরাধ সংগঠনকারী ও ক্ষতিগ্রস্ত শ্রেণী উভয়ের মযার্দাই ভূলুণ্ঠিত হয়।' মধ্যপ্রাচ্যে শতকের পর শতক ধরে খ্রিস্টান ও মুসলিমরা পাশাপাশি বাস করছে উল্লেখ করে তিনি বলেন, 'এ অঞ্চলে এমন ঘটনা বিরল নয় যে, একই পরিবারের সদস্যরা দুই ধর্মাবলম্বী।' এটা যদি একটি পরিবারের মধ্যে সম্ভব হয়, তবে কেন পুরো সমাজের মধ্যে সম্ভব নয় কেন। সূত্র : এএফপি।
No comments