বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে ভয়াবহ বিপর্যয় আসবে
বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে উল্লেখ করে দেশের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সব শক্তিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে এবং ২০২১ সালের মধ্যে স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।
আজ শনিবার রাজধানীর তোপখানা রোডের রাসেল মঞ্চ চত্বরে বাংলাদেশ যুব মৈত্রীর ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ওই সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সুখেন সূত্রধর।
মেনন বলেন, ‘সাম্প্রদায়িক ও মৌলবাদী সব শক্তিকে একসঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের দুঃশাসন আমরা দেখেছি। দেখেছি তারেক রহমানের নেতৃত্বে দুর্বৃত্তায়ন ও দুর্নীতি। দেশের যুবসমাজকে কীভাবে ধ্বংস করা হয়েছে, তাও আমরা দেখেছি। আর এসবের বিরুদ্ধেই ২০০৮ সালের নির্বাচনে মানুষ রায় দিয়েছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের এই ধারা থেকে দেশকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘আমার কাছে যখন মন্ত্রী হওয়ার আহ্বান এল, তখন আমি মন্ত্রী না হলেও এটি বলেছি যে, যেসব দাবির ভিত্তিতে ১৪ দল এক হয়েছিল সেগুলো বাস্তবায়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এ কারণে অসাম্প্রদায়িক সব শক্তিকে এক হতে হবে। যুবসমাজকে দেশের দায়িত্ব নিতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘যে ২৩ দফার ভিত্তিতে ১৪ দল এক হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করতে হবে। সাম্প্রদায়িক জঙ্গিবাদী সব শক্তি আজ এক হয়েছে। তাঁরা চার দলের জায়গায় আজ ১৮ দল গঠন করেছে। এই অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে। আমাদের প্রগতিশীল সব শক্তিকেও ঐক্যবদ্ধ হতে হবে।’
মেনন বলেন, ‘সাম্প্রদায়িক ও মৌলবাদী সব শক্তিকে একসঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের দুঃশাসন আমরা দেখেছি। দেখেছি তারেক রহমানের নেতৃত্বে দুর্বৃত্তায়ন ও দুর্নীতি। দেশের যুবসমাজকে কীভাবে ধ্বংস করা হয়েছে, তাও আমরা দেখেছি। আর এসবের বিরুদ্ধেই ২০০৮ সালের নির্বাচনে মানুষ রায় দিয়েছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের এই ধারা থেকে দেশকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘আমার কাছে যখন মন্ত্রী হওয়ার আহ্বান এল, তখন আমি মন্ত্রী না হলেও এটি বলেছি যে, যেসব দাবির ভিত্তিতে ১৪ দল এক হয়েছিল সেগুলো বাস্তবায়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এ কারণে অসাম্প্রদায়িক সব শক্তিকে এক হতে হবে। যুবসমাজকে দেশের দায়িত্ব নিতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘যে ২৩ দফার ভিত্তিতে ১৪ দল এক হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করতে হবে। সাম্প্রদায়িক জঙ্গিবাদী সব শক্তি আজ এক হয়েছে। তাঁরা চার দলের জায়গায় আজ ১৮ দল গঠন করেছে। এই অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে। আমাদের প্রগতিশীল সব শক্তিকেও ঐক্যবদ্ধ হতে হবে।’
No comments