জয়ের অভ্যাস গড়তে শিখেছে বাংলাদেশ: তামিম

ইউরোপ সফরে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে আয়ারল্যান্ডে ছিল তিনটি, বাকি তিনটি হল্যান্ডে। আয়ারল্যান্ডে সব কটি ম্যাচেই জয় পায় বাংলাদেশ। গোল বাধে হল্যান্ডে গিয়ে। তিন ম্যাচের মধ্যে হার দুটিতে—একটি স্কটল্যান্ড, অন্যটি হল্যান্ডের বিপক্ষে।


বাংলাদেশের সাম্প্রতিক ইউরোপ সফরের শেষ ভাগটা সুখের ছিল না মোটেই।
বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল অবশ্য মনে করেন, ইউরোপ সফরে নেতিবাচক দিকের চেয়ে ইতিবাচক দিকই বেশি। নিজের প্রাপ্তি সম্পর্কে ক্রিকইনফোকে গতকাল সোমবার তামিম বলেন, এই সফরে জয়ের অভ্যাস গড়তে শিখেছে বাংলাদেশ।
তামিম বলেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে আমি মনে করি, প্রচুর ইতিবাচক কিছু দেখিয়েছি আমরা। আমরা জয়ের অভ্যাস গড়তে চেয়েছিলাম। আমি মনে করি, এই সফর সেটা দিয়েছে। সর্বোপরি আমাদের উন্নতি হয়েছে, তবে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।’
২৩ বছর বয়সী তামিম বলেন, ‘এই সফরে নেতিবাচক দিকের চেয়ে ইতিবাচক দিকই বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা সহজেই জিতেছিলাম। কিন্তু পরবর্তী দুটি ম্যাচে কঠিন পরিস্থিতিতে লড়াই করেছি আমরা। আমি মনে করি, যে ম্যাচে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) শেষ ওভারে ভালো করলেন, সেটিতে জয় পাওয়া কঠিন ছিল। কখনোই ভাবিনি, আমরা পারব। কিন্তু শেষ পর্যন্ত লড়েছি আমরা।’
এই সফরে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তামিম। ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তাঁরই সংগ্রহ দুই শর ওপরে রান। তাঁর রয়েছে দুটি হাফ সেঞ্চুরিও। নিজের এই পারফরম্যান্সে সন্তুষ্ট তামিম, ‘ব্যক্তিগতভাবে সফর শেষে আমার বেশ ভালো লাগছিল। কঠিন পরিস্থিতির মধ্যেও আমি ভালো খেলেছি বলে মনে করি। কন্ডিশনটা টি-টোয়েন্টির জন্য আদর্শ ছিল না।’
ইউরোপ সফরে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নাটকীয় উত্থান-পতন দেখেছে বাংলাদেশ। সফর শুরুর আগে র্যাঙ্কিংয়েই ছিল না মুশফিকুর রহিমের দল। অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শেষে বাংলাদেশ চারে! পতনটা হয়েছে অবশ্য আরও দ্রুত। স্কটল্যান্ডের বিপক্ষে হারের পরই রাতারাতি নয় নম্বরে নেমে যায় বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নাটকীয় এই উত্থান-পতনের অভিজ্ঞতা তুলে ধরে তামিম বলেন, ‘টি-টোয়েন্টিতে যখন চার নম্বরে উঠলাম, খুব ভালো লেগেছিল আমাদের। কিন্তু যখন স্কটল্যান্ডের কাছে হেরে নয় নম্বরে নেমে গেলাম, স্বাভাবিকভাবেই সেটা ভালো লাগেনি। অবশ্য র্যাঙ্কিং ততটা গুরুত্বপূর্ণ নয়। সিরিজে এ নিয়ে লক্ষ্যও ছিল না আমাদের। তবে ভবিষ্যতে র্যাঙ্কিংয়ের ওপরে ওঠার লক্ষ্য অবশ্যই থাকবে।’

No comments

Powered by Blogger.